পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক লিও জিয়েন ৩ মে পেইচিংএ বলেছেন, পেইচিং অলিম্পিক গেমসে নিবন্ধকৃত স্বেচ্ছাসেবকের সংখ্যা অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশী। এক সংবাদ ব্রিফিংয়ে তিনি ব্যাখ্যা করে বলেন, গত ৩১ মার্চ স্বেচ্ছাসেবক নিবন্ধনের কাজ শেষ হয়েছে। মোট ১১ লাখ ২০ হাজারেরও বেশী লোক স্বেচ্ছাসেবকের জন্য আবেদন জানিয়েছিলেন। তাদের মধ্যে প্রায় ৩০ হাজার প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভুত এবং ২০ হাজারেরও বেশী বিদেশী।
পরিচালক লিও জিয়েন বলেন, চলতি মাসের শেষ দিকে স্বেচ্ছাসেবক সংগ্রহের কাজ শেষ হবে । তখন থেকে এ সব স্বেচ্ছাসেবক বিভিন্ন ভেন্যুর ১৬ শতাধিক কর্মস্থলে সেবা সরবরাহ দেবে ।
|