চীনের পিপলস ডেইলীর বিদেশ সংস্করণের খবরে জানা গেছে , চীনের সাংহাই শহরের কেন্দ্র স্থলে অবস্থিত ২০১০ সালের সাংহাই বিশ্ব মেলার প্রধান ভবন-- বিশ্বমেলা কেন্দ্র , প্রদর্শনী ভবন , চীনা ভবন , সাংস্কৃতিক ভবন ও বিশ্বমেলা প্রতীক অক্ষদন্ডসহ স্থায়ী স্থাপত্যগুলোর নির্মাণকাজ সুষ্ঠুভাবে চলছে ।
জানা গেছে , ২০০৬ সালের আগষ্ট মাস থেকে সাংহাই বিশ্বমেলার নির্মাণকাজ শুরু হওয়ার পর মেলার প্রায় এক শ'টি প্রকল্প শুরু হয়েছে । সাংহাই বিশ্বমেলা পার্কের মোট আয়তন ৫.২৮ বর্গকিলোমিটার । এ পার্কে নতুন নির্মিত ও পুনর্নির্মিত স্থাপত্যগুলোর মোট আয়তন ২০ লাখ বর্গমিটার । বিশ্বমেলার দেড় শ' বছরের ইতিহাসে সাংহাই বিশ্বমেলার প্রদর্শনী অঞ্চলের আয়তন সবচেয়ে বড় ।
সাংহাই বিশ্বমেলা ২০১০ সালের পয়লা মে থেকে শুরু হবে । মেলাটি ৩১ অক্টোবর পর্যন্ত স্থায়ী হবে । এ মেলার প্রতিপাদ্য হলো, শহর জীবনকে আরো সুন্দর করে তোলে ।
|