v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-06 18:49:40    
পেইচিং অলিম্পিক গেমসের লক্ষ্যে চীনে তাত্ক্ষণিক প্রয়োজন মেটাতে সংক্রান্ত রক্ত ভান্ডার গড়ে তোলার প্রচেষ্টা চলছে

cri

    শ্রোতাবন্ধুরা, আসন্ন আগস্ট মাসে পেইচিংয়ে অনুষ্ঠেয় ২৯তম অলিম্পিক গেমস হচ্ছে সারা বিশ্বে ৪ বছরে একবার আয়োজন করা হয় এমন একটি ক্রীড়া মহা সম্মিলনী। এ সময় বিভিন্ন দেশের খেলোয়াড়, পর্যটক এবং অন্যান সংশ্লিষ্ট বন্ধুরা একসাথে পেইচিংয়ে মিলে অলিম্পিক সম্মিলনীতে অংশ নেবেন। অলিম্পিক চলাকালীন আকস্মিক ঘটনা মোকাবিলার জন্য চীনে তাত্ক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য একটি রক্ত ভান্ডার গড়ে তোলার চেষ্টা চলছে। এটি হচ্ছে পেইচিং অলিম্পিক গেমসের পূর্ব সময়পর্বের প্রস্তুতিমূলক কাজগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে দুষ্প্রাপ্য 'আর এইচ' রক্ত সংগ্রহের বিষয়টি বেশি জরুরি। আজকের " চীনের জীবন" অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

    সবাই জানেন যে, মানবজাতির রক্তের ধরণ সাধারণত এ, বি,এ বি এবং ও পজেটিভ ও ন্যেগটিভ । তবে এর মধ্যে খুবই কম দেখা যায় এমন একটি 'আর এইচ' আকারের রক্তও রয়েছে।যা চীনাদের মধ্যে খুবই কম। তবে চীনের কিছু কিছু সংখ্যালঘু জাতি এবং ইউরোপ-আমেরিকার অধিবাসীদের মধ্যে এ 'আর এইচ' ধরণের রক্ত একটু বেশি দেখা যায়। পেইচিং রেড ক্রস সোসাইটির রক্ত বিভাগের উপপরিচালক শি ওয়েই ওয়েই আমাদের সংবাদদাতাকে বলেছেন:" আর এইচ রক্ত চীনাদের মধ্যে শুধু মাত্র হাজারে তিন ভাগ। তবে এতে চীনের সংখ্যালঘু জাতির অনুপাত প্রায় ৫ শতাংশ এবং ইউরোপ-আমেরিকা অধিবাসীর অনুপাত প্রায় ১৫ শতাংশ।"

    ২৯তম অলিম্পিক গেমস খুব পাছে চলে এসেছে। তখন প্রচুর বিদেশী খেলোয়াড়, পর্যটক এবং অন্যান্য সংশ্লিষ্ট বন্ধুরা চীনে আসবেন। যথেষ্ট পরিমান আর এইচ ধরণের রক্ত সংগ্রহ করে মজুদ রাখার কারণ হচ্ছে কোন খেলোয়াড় হঠাত্ আহত হয়ে রক্তের প্রয়োজন দেখা দিলে যথাযথভাবে তাকে যেন রক্ত সরবরাহ করা যায় । পেইচিং রেড ক্রস সোসাইটির রক্ত বিভাগের পরিচালক জু রুই লিয়াং জানিয়েছেন যে," কোন খেলোয়াড়ের এ রক্তের প্রয়োজন দেখা দিলে আমরা তাকে আর এইচ আকারের রক্ত সহজভাবে দিতে পারবো ।"

    পেইচিং অলিম্পকি গেমসের বিভিন্ন রক্তের চাহিদা মেটানোর জন্য ২০০৬ সালের শেষ দিক থেকে পেইচিং রেড ক্রস সোসাইটি এ সংশ্লিষ্ট সকল প্রস্তুতি শুরু করে দিয়েছে। শি ওয়েই ওয়েই বলেন, পেইচিং রেড ক্রস সোসাইটির রক্ত বিষয়ক বিভাগ যে সব আর এইচ স্বাস্থ্য নাগরিককে নিজেদের রক্ত দেয়ার অনুরোধ জানিয়েছে। যাদের এ রক্ত আছে তাদের সবার উচিত এ স্বেচ্ছাসেবক দলে যোগ দেয়া।

    ওয়াং চি সুং এ স্বেচ্ছাসেবক সদস্যদের মধ্যে অন্যতম। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত তিনি বহুবার নিজের আর এইচ রক্ত প্রদান করেছেন। পেইচিংয়ে অনুষ্ঠিত আর এইচ রক্ত প্রদানকারীদের একটি পার্টিতে তিনি সংবাদদাতাকে বলেন:" সমাজের ওপর বেশি অবদান রাখার জন্য আমি যথাসাধ্য প্রচেষ্টা চালাতে আগ্রহী।"

    চীনা ছাড়া, চীনে কাজ করায় বিদেশী বন্ধুরাও পেইচিং অলিম্পিক গেমসের লক্ষ্যে নিজেদের আর এইচ রক্ত প্রদান করেছেন। নাসের হুসাইন হচ্ছেন সৌদী আরব থেকে আসা পেইচিং শা থে বিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি পেইচিংয়ে রক্তের তাত্ক্ষণিক প্রয়োজন মেটাতে রক্ত ভান্ডার গড়ে তোলর খবর পেয়ে সোজা পেইচিং রেড ক্রস সোসাইটির রক্ত বিষয়ক বিভাগে চলে এসে নিজের আর এইচ রক্ত প্রদান করেছেন। তিনি সংবাদদাতাকে বলেছেন, একই রক্ত তার বেশ কয়েক জন বন্ধুও সেখানকার রক্ত ভান্ডার দাস করার সিদ্ধান্ত নিয়েছেন। এটি হচ্ছে তাদের পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থনের বেশ ভাল একটি উপায়।

    পেইচিং রেড ক্রস সোসাইটির রক্ত বিষয়ক বিভাগের উপপরিচালক শি ওয়েই ওয়েই বলেন, এখন এ বিভাগের আর এইচ রক্তের মজুদের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার মিলিলিটারে । পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধন পর্যন্ত তাদের মজুদের মোট পরিমান ২ লাখ মিলিলিটার হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, এ বিভাগের অন্যান্য ধরণের রক্ত সংগ্রহের জন্য ধারাবাহিক প্রচেষ্টাও চলছে।

    পেইচিং ছাড়া, চীনের ছিং তাও শহরেও এ রক্ত ভান্ডার গড়ে তোলার কাজ এগিয়ে চলেছে। ছিং তাও শহরের রক্ত সংগ্রহ বিষয়ক বিভাগের প্রধান ছেন থুং হুয়া বলেছেন" ছিং তাও-এ আর এইচ রক্ত প্রদান সংক্রান্ত স্বেচ্ছাসেবক দলের সদস্যদের সংখ্যা হয়েছে ২০০ জনেরও বেশি। এ রক্তের সরবরাহ সুনিশ্চিত করার জন্য তারা প্রস্তুত রয়েছেন।"

    একই সঙ্গে ছিং তাওয়ের আর এইচ রক্ত প্রদান সংক্রান্ত স্বেচ্ছাসেবক দলের সদস্যদের সংখ্যা বাড়ানোর জন্য স্থানীয় বিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোও রক্ত সংগ্রহ সম্পর্কে ব্যাপক তত্পরতা চালিয়েছে। জানা গেছে, পেইচিং অলিম্পিক গেমস আয়োজন উপলক্ষে ছিং তাওয়ের কমপক্ষে ৮ হাজার মিলিলিটার আর এইচ রক্ত পাওয়া যাবে ।

    অলিম্পিক চলাকালীন সময় তাত্ক্ষণিক প্রয়োজন মেটাতে রক্ত ভান্ডার গড়ে তোলা " একতা, শান্তি, মৈত্রী এবং অগ্রগতির" অলিম্পিক মর্মের প্রতিফলনের প্রতিরূপ । আমরা বিশ্বাস করি, " পেইচিং অলিম্পিক গেমস --২০০৮" নিশ্চিতভাবে সারা বিশ্বের শান্তি প্রিয় ও ক্রীড়ানুরাসীদের যৌথ প্রচেষ্টায় সাফল্যের সঙ্গে আয়োজিত হবে । --ওয়াং হাইমান