ছিংহাই- তিব্বত রেল কোম্পানি সূত্র থেকে জানা গেছে , ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিংহাই-তিব্বত রেলপথে একটানা ৬১০ দিন ধরে নিরাপদে ট্রেন চলাচল করেছে । এ সময়ের মধ্যে এ রেলপথ মোট ২৬ লাখ ৫০ হাজার যাত্রী ও ১৫ লাখ ৮০ হাজার টন মাল পরিবহন করেছে ।
ছিংহাই-তিব্বত রেলপথ পূর্ব দিক ছিং হাই প্রদেশের রাজধানী সি নিং থেকে পশ্চিম দিক তিব্বত অঞ্চলের রাজধানী লাসা পর্যন্ত প্রসারিত হয় । এর দৈর্ঘ্য ১ হাজার ৯৫৬ কিলোমিটার । ২০০৬ সালের ১ জুলাই এ রেলপথ চালু হয় । বর্তমানে প্রতিদিন চারজোড়া ট্রেন এ পথে চলাচল করছে ।
এ রেলপথ চালু হওয়ার পর তিব্বতে যাওয়া পর্যটকদের সংখ্যা অনেক বেড়েছে । গত বছর পর্যটকদের সংখ্যা ৪০ লাখেরও বেশি ছিল ।
|