v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-02 19:49:31    
হাইটেক নিশ্চিত করায় অলিম্পিক মশাল চুমোলাংমা শৃঙ্গে জ্বলতে থাকবে

cri

চুমোলাংমা শৃঙ্গেঅলিম্পিকের যে পবিত্র অগ্নিআরোহন করবে তার একটি গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত হল নিভে না যাওয়া । প্রবল বাতাস , অতি বৃষ্টি বা তুষারপাত ও শিলাবৃষ্টিই হোক না কেনো যে কোনো আবহাওয়ায় মশাল যাতে জ্বলতে থাকবে । অলিম্পিক মশাল যাতে সুষ্ঠুভাবে চুমোলাংমা শৃঙ্গেজ্বলতে পারে তা নিশ্চিত করার জন্য হাইটেক নিশ্চয়তাবিধানকারী দল হিসেবে চীনের মহাশূন্য বিষয়ক বিজ্ঞান শিল্প গ্রুপ ধারাবাহিক নতুন প্রকৌশল উদ্ভাবনে বিরাট শক্তি নিয়োগ করেছে ।

চুমোলাংমা শৃঙ্গে মশালের হস্তান্তর পেইচিং অলিম্পিক মশাল রিলের একটি গুরুত্বপূর্ণ অংশ । কিন্তু জঘন্য প্রাকৃতিক পরিবেশে চুমোলাংমা শৃঙ্গে সুষ্ঠুভাবে অলিম্পিক মশালে জ্বালাতে এবং মশাল নিভে না গিয়ে জ্বলতে থাকতে পারবে কী না তা একটি জটিল সমস্যায় পরিণত হয় । এক সাক্ষাত্কারে এ সম্পর্কে চীনের মহাশূন্য বিষয়ক বিজ্ঞান- শিল্প গ্রুপের উপ প্রধান নকসাকার শাও ওয়েনছিং বলেন , দু বছর ধরে অনেক কষ্ট ও অসুবিধার মধ্য দিয়ে আমরা পরীক্ষা কেন্দ্রের ও কেন্দ্রেরবাইরের পরীক্ষাসহ অজস্র পরীক্ষা চালিয়েছি এবং কর্মসূচী পরিবর্তন করেছি । আমরা বলতে পারি যে , এখন অলিম্পিক মশাল চুমোলাংমা শৃঙ্গে অনির্বাণভাবেজ্বলতে সক্ষম হবে বলে আমরা নিশ্চিত ।

মিঃ সাও ওয়েনছিং বলেন , চুমোলাংমা শৃঙ্গের মশালের ওপর গবেষণা একটি অতি গুরুত্বপূর্ণ প্রকল্প । চুমোলাংমা শৃঙ্গেমশালের হস্তান্তর নিখুত হওয়ার বিশেষ দাবীরও চাপের সম্মুখীন হয়েছে আমাদের গবেষকরা । মশাল গবেষণার কাজ মশালের আকারের ডিজাইনকারী ইউনিট, অগ্নি-ব্যবস্থার ডিজাইনকারী ইউনিট, পেইচিং অলিম্পিক কমিটি , আবহাওয়া বিভাগ এবং পর্বতারোহী দলসহ বিবিধ ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত । তিনি বলেন , এই প্রকল্পের কোনো অভিজ্ঞতা আমাদের ছিল না । আমরা ভিত্তিহীনভাবে প্রকল্পটি হাতে নিয়েছি । সামুদ্রিক পৃষ্ঠ থেকে ৮ হাজার মিটারেরও বেশি উঁচু এবং আবহাওয়ার চাপ খুব কম এমন আবস্থায় মশাল যাতে নির্দিষ্ট সময়ের জন্য জ্বলতেসক্ষম হবে , মশালের অগ্নি শিখা দেখতে সুন্দর হবে , অগ্নি শিখার রং ক্যামেরায় ধরা যাবে এ সব দিক বাস্তবায়ন করা একটি বিরাট চ্যালেঞ্জ । কারণ এর আগে এটা আমরা কখনোই করিনি ।

অতি নিচু তাপমাত্রায় মশাল জ্বলার সমস্যা সমাধানের জন্য মশাল গবেষণাকারী বিভাগ বিশেষভাবে চুমোলাংমা শৃঙ্গমশাল তৈরী করেছে এবং এ মশালে ব্যবহারের জন্যবিশেষ কঠিন পদার্থ জ্বালানী গবেষণা করেছে । এ ধরণের জ্বালানী ব্যবহার করায় ১২ শ্রেণীর প্রবল বাতাসের সম্মুখীন হলেও মশাল সুষ্ঠুভাবে জ্বলতে থাকবে ।

চুমোলাংমা শৃঙ্গেঅগ্নিভান্ডার থেকে অলিম্পিক মশালে অগ্নি সংযোগ করা হবে । সুতরাং চুমোলাংমা শৃঙ্গে অগ্নি ভান্ডার থেকে মশাল সুষ্ঠুভাবে অগ্নি গ্রহন করতে পারে তা নিশ্চিত করাও একটি অত্যন্ত কঠিন ব্যাপার । এ জন্য চীনের মহাশূন্য বিজ্ঞান-শিল্প গ্রুপের মশাল গবেষণা বিভাগ চুমোলাংমার জন্য বিশেষ অগ্নিভান্ডার তৈরী করেছে । এ সম্পর্কে মশালের গবেষক ছি লেই বলেন , এ ধরণের অগ্নি ভান্ডারে আগুণ খুব ধীরভাবে জ্বালানো যায় এমন এক ধরণের কঠিন পদার্থকে জ্বালানী হিসেবে ব্যবহার করার পাশাপাশি অগ্নিভান্ডারটিতে কিছু অক্সিজেনের ব্যবস্তাও রাখা হয় । জ্বলার জন্য যেমন অক্সিজেন দরকার তেমন তাপমাত্রাও সংরক্ষণ করা দরকার । কারণ বেশি তাপমাত্রা সরে গেলে অগ্নি সহজেই নিভে যাবে ।

অলিম্পিকের পবিত্র অগ্নির সঙ্গে সঙ্গতিপূর্ণ দ্রব্যের গবেষণা ও তৈরী করার প্রক্রিয়ায় মশালের গবেষকরা অনেক প্রচেষ্টা চালিয়েছেন । অগ্নি শিখার স্থিতিশীলতার জন্য বায়ুর নানা গতিপথ ও পরিবেশ অনুকরণ করা ছাড়াও তারা নিজেরাই মশাল ধরে বারান্দায় দৌড়াদৌড়ির মধ্য দিয়ে অগ্নিশিখার পরিবর্তনের দিকটি পরিদর্শন করেছেন ।

এখন চুমোলাংমার মশাল ও অগ্নি ভান্ডার চীনের পর্বতারোহী দল যারা চুমোলাংমা শৃঙ্গে অলিম্পিক মশাল হস্তান্তরের দায়িত্ব পালন করবেন তাদের হাতে তুলে দেয়া হয়েছে । মশাল সাফল্যের সঙ্গে চুমোলাংমা শৃঙ্গে উঠবে বলে সবাই এ দিনের প্রতিক্ষায়আছেন।

--চুং শাওলি