মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র টনি ফ্রাটো ১ মে বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে, উত্তর কোরিয়া তার পরমাণু কর্মসূচীর আবেদন যথাশীঘ্র সম্ভব দাখিল করবে। তবে তিনি দাখিলের নতুন সময়সীমার উল্লেখ করেন নি।
এদিন ফ্রাটো এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সংলাপ শেষ হওয়ার পরও দু'দেশের সরকারী কর্মকর্তারা ছ'পক্ষীয় বৈঠকের কাঠামোয় মত বিনিময় করছেন এবং অগ্রগতি অর্জন করছেন। তিনি আবারও ঘোষণা করেছেন যে, উত্তর কোরিয়ার উচিত পরমাণু কর্মসূচীর আবেদন সার্বিক ও সঠিকভাবে দাখিল করা। তিনি জোর দিয়ে বলেছেন, এ জন্য সহিষ্ণুতা বজায় রাখা উচিত।(লিলু)
|