সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের তিব্বতী চিকিত্সা ও ঔষধ প্রাচীন গ্রন্থগুলোর সংকলন ও সংরক্ষণের কাজে লক্ষণীয় অগ্রগতি হয়েছে। ছিংহাই প্রদেশের তিব্বতী চিকিত্সা ও ঔষধ গবেষণা ইনস্টিটিউট পর পর ১০০০টিরও বেশি তিব্বতী চিকিত্সা ও ঔষধ সংক্রান্ত প্রাচীন গ্রন্থ উদ্ধার করেছে।
তিব্বতী ঔষধ হচ্ছে চীনের চিকিত্সা ও ঔষধ ভান্ডারের গুরুত্বপূর্ণ অংশ। ছিংহাই প্রদেশের তিব্বতী ঔষধ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক দোর্জে বলেন, দেশের সংশ্লিষ্ট বিভাগের সমর্থনে এই গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার ২৫ বছরে তিব্বতী চিকিত্সা ও ঔষধ প্রাচীন গ্রন্থ সংগ্রহ, সংকলন ও প্রকাশের ওপর গুরুত্ব দিয়ে আসছে। তাদের উদ্ধার করা ১০০০টিরও বেশি তিব্বতী চিকিত্সা ও ঔষধ সংক্রান্ত প্রাচীন গ্রন্থের মধ্যে ৬০ শতাংশ ছিলো হাতে লেখা গ্রন্থ। খ্রীষ্ট পূর্ব অষ্টম শতাব্দী থেকে নয়া চীন প্রতিষ্ঠা পর্যন্ত ২৮০০ বছরের ইতিহাসে তিব্বতী চিকিত্সা ও ঔষধের বিষয়বস্তু এর মধ্যে রয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|