v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-02 18:42:55    
নবম আন্তর্জাতিক সড়ক পরিবহন প্রযুক্তি ও সাজসরঞ্জাম মেলা পেইচিংয়ে অনুষ্ঠিত

cri

    ২৪ এপ্রিল চীনের পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে নবম আন্তর্জাতিক সড়ক পরিবহন প্রযুক্তি ও সাজসরঞ্জাম মেলা পেইচিং প্রদর্শনী কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। চীনের পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়েং মেং ইয়ুং এ উদ্বোধনী অনুষ্ঠানে তার ভাষণে বলেন:"নবম আন্তর্জাতিক সড়ক পরিবহন প্রযুক্তি ও সাজসরঞ্জাম মেলায় সবাইকে আসার জন্য আমি ধন্যবাদ জানাই। আশা করি এবারের মেলা সাফল্যের মুখে দেখবে।"

    একই সঙ্গে পেইচিং-এর উপ মেয়র চাও ফেং থুং, চীনের সড়ক সমিতির প্রধান লি জু ছাং , চীনে নেদারল্যান্ড, ইয়েমেন ও নেপালের রাষ্ট্রদূত এবং রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এবারের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চীনে নেপালের রাষ্ট্রদূত বলেন:" এ মেলায় অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভাল লাগছি।"

    এ মেলার মধ্যে সান ই ভারী শিল্পসহ মোট ৩০০টিরও বেশি চীনের বিশ্ব শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এ মেলার আয়তন ৪০ বর্গকিলোমিটার। সড়ক প্রযুক্তি, পরিবহন সাজসরঞ্জাম , পরিবহন প্রকল্পের প্রযুক্তি এবং পণ্যসহ আনুষঙ্গিক পরিসেবা এ মেলায় প্রদর্শন করা যায়।

    এ মেলার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রথমতঃ তুষার পরিষ্কার সংক্রান্ত সাজসরঞ্জামের বিশেষ প্রদর্শনী এলাকা স্থাপন করা। এটি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বৃষ্টি ও তুষারসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সাজসরঞ্জাম ক্রয় কেন্দ্র খোলা হয়েছে। দ্বিতীয়তঃ মেলার আন্তর্জাতিককরণ। কারণ জার্মানির গ্রুয়েন জিএম, বি এইচ এম ভি, এ জি, ইতালির কাস্টম ইন্জিনিয়ারিং ও নেদারল্যান্ডের কাস্টমার, মার্কিন এসরি এবং ব্রিটেনের ব্রিফেনসহ বিভিন্ন আন্তর্জাতিক বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠান এবার মেলায় অংশ নেছিচ্ছে। তৃতীয়তঃ বড় যাত্রীবাহী গাড়ির প্রদর্শনী।

    এজিলেন্ট বৈজ্ঞানিক কোম্পানি হচ্ছে মার্কিন এইচ এফ কোম্পানি কৌশলগত পুনর্গঠনের পর প্রতিষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বহুজাতিক বৈজ্ঞানিক কোম্পানি। একই সঙ্গে এটি টেলিযোগাযোগ, ইলেকট্রন , জীববিদ্যা এবং রাসায়নিক বিশ্লেষণসহ বিভিন্ন ক্ষেত্রের উত্পাদনমূনী একটি পরিমাপক কোম্পানি। ১৯৯৯ সালের ১৮ নভেম্বর এজিলেন্ট বৈজ্ঞানিক কম্পানির "এ" শেয়ার বাজারে মোট ২.১ বিলিয়ন মার্কিন ডলার আয় করে ইলেকট্রোনিক বাণিজ্য বিনিময়ের ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে।

    এ কোম্পানি নিজের পরীক্ষাগারের প্রবল বৈজ্ঞানিক ভিত্তির ওপর নির্ভর করে টেলিযোগাযোগ ইলেকট্রন , জীববিদ্যা এবং উত্পাদনমূনীসহ বিভিন্ন ক্ষেত্রের বৈজ্ঞানিক বিষয়ে গবেষণার জন্য ব্যাপক চেষ্টা করে যাচ্ছে। এজিলেন্টের ক্রেতাদের মধ্যে বিশ্বের অনেক বিখ্যাত বৈজ্ঞানিক শিল্পপ্রতিষ্ঠানও রয়েছে। তারা এজিলেন্টের প্রযুক্তি, এবং পরিসেবার ওপর নির্ভর করে নিজদের সংশ্লিষ্ট ক্ষেত্রে বেশ কিছু নতুন পণ্যদ্রব্য নিয়ে গবেষণা করেছে। যা বিশ্বের টেলিযোগাযোগ, ইন্টারনেট যোগাযোগ এবং বৈজ্ঞানি উন্নয়নকে এগিয়ে নেয়ার জন্য ব্যাপক অবদান রেখেছে।

    এজিলেন্টের বৈজ্ঞানিক সদরদফতর পালো আল্টায় অবস্থিত। এখন বিশ্বের ৪০টিরও বেশি দেশে মোট ২১ হাজার কর্মকতা রয়েছেন। তাঁরা ১১০টিরও বেশি দেশের ক্রেতাদেরেকে উপযুক্ত সেবা প্রদান করেছেন। এজিলেন্টের পণ্যদ্রব্য সংক্রান্ত উন্নয়ন ও গবেষণার কাজ গুরুত্বপূর্ণ সহকারে যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, জাপান ,দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং ব্রিটেনে তৈরী হচ্ছে । ২০০৫ সালে এজিলেন্টের মোট আয় হয়েছে ৫.১ বিলিয়ন মার্কিন ডলার।

    চীন হচ্ছে এজিলেন্টের বিদেশী বাজারগুলোর মধ্যে অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে এজিলেন্ট চীনে পুঁজি বিনিয়োগ বাড়ানোর জন্য অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে। এখন এর চীনা কর্মীদের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৩ শ। চীনের পেইচিং ,শাং হাই, কুয়াং চৌ, শেন চেন, ছেং তু, সি আন এবং হংকংয়ে তার শাখা সংস্থা রয়েছে। এজিলেন্টের বেশ কিছু বৈজ্ঞানিক পণ্যদ্রব্য যানজট নিরসন ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এজিলেন্ট কম্পানির একজন চীনা কর্মী বলেন:"ইলেকট্রোনিক পরিমাপক যন্ত্র নিয়ে ড্রাইভার স্পষ্টভাবে পরিবহনের অবস্থা জানতে সক্ষম।"

   বর্তমান ইন্টারনেট টেলিযোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত উন্নতি হচ্ছে। অর্থনীতির অব্যাহত উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের ইন্টারনেট টেলিযোগাযোগের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন, এখন চীনে মোবাইলফোন ব্যবহারকারীদের সংখ্যা হয়েছে ৩০ কোটিরও বেশি। বিশ্বের বিভিন্ন বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠান চীনের মোবাইল ফোন বাজার উন্নয়নের ওপর বেশি গুরুত্ব দিছে। এজিলেন্ট মোবাইল ফোন বিক্রীর ওপর গুরুত্ব আরোপ করার পাশাপাশি সংশ্লিষ্ট মেরামত কাজের দিকে পূর্ণাঙ্গ করেছে। এতে ভোক্তাদের ব্যপক প্রশংসা পেয়েছে।

    আসন্ন পেইচিং অলিম্পিক গেমস উপলক্ষে ইলেকট্রোনিক প্রযুক্তি অলিম্পিক গেমসের তথ্য প্রচারের কাজে অনেক ভূমিকা পালন করবে। সবাই জানেন যে, ' বৈজ্ঞানিক অলিম্পিক' হচ্ছে ভিত্তি। বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে অলিম্পিক গেমস সাফল্যের সঙ্গে শেষ হওয়ার প্রতীক। এ থেকে বোঝা যায় যে, ' পেইচিং অলিম্পিক গেমস----২০০৮' সংক্রান্ত প্রচার কাজে বিজ্ঞান ও প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সম্প্রতি চীনের বেসামরিক বিমান চলাচল ব্যুরো "বেসামরিক বিমানচলাচল পরিচালনা সংক্রান্ত অলিম্পিক গেমস সুরক্ষা কর্মসূচী" কার্যকর করেছে। এর ফলে ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমস চলাকালে আকাশের নিরাপত্তা সার্বিকভাবে সুরক্ষিত হয়েছে। কর্মসূচীতে বলা হয়েছে, পেইচিং, থিয়েনচিন , ছিনতাওসহ অলিম্পিক গেমস আয়োজনকারী শহরগুলোয় বিমান চলাচলের জন্যে আকাশ সীমা, বিমান লাইন এবং উড্ডয়নের সীমিত অঞ্চল নির্ধারণ করে দেয়া হবে। পেইচিংসহ বিভিন্ন মহা নগরের মধ্যে জরুরী বিমান লাইন গড়ে তোলা হবে। এর পাশাপাশি অনুষ্ঠান আয়োজনকারী শহরগুলোতে টেলিযোগাযোগ , আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা এবং আকাশ পরিচালনা সংক্রান্ত পরিসেবা ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ করা হবে।

1 2