২ মে সকাল থেকে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর শুরু হয়েছে।
হংকং হচ্ছে পেইচিং অলিম্পিক মশাল-এর ৩৭ দিনব্যাপী পাঁচটি মহাদেশের ১৯টি শহরে হস্তান্তর শেষ হবার পর চীনে হস্তান্তরের প্রথম ধাপ। ১৯৬৪ সালে টোকিও অলিম্পিক মশাল হংকংয়ের জনগণ হাতে হাতে হস্তান্তর করেছিলেন। এবার হচ্ছে হংকং-এর দ্বিতীয় বারের মত অলিম্পিক মশালকে স্বাগত জানানো।
হংকংয়ে পেইচিং অলিম্পিক মশাল সাত ঘন্টা ধরে রীলের মাধ্যমে সম্পন্ন হয়েছে। হংকংয়ে মশাল হস্তান্তরের দৈর্ঘ মোট ২৬ কিলোমিটার । এতে ১২০ জন মশালবাহক অংশ নিয়েছেন। তারা দৌড় , ড্রাগন বোট ও ঘোড়া সওয়ারের পদ্ধতিতে মশাল হস্তান্তর করেন। মশাল হস্তান্তরের প্রথম অলিম্পিকের মশালবাহক হচ্ছেন হংকংয়ের প্রথম স্বর্ণপদক অর্জনকারী লি লি শান।
ম্যাকাও হবে মশাল হস্তান্তরের পরবর্তী ধাপ ।(লিলু)
|