চীনের পর্বতারোহী দলের মুখপাত্র চাং চি চিয়ান ২ মে জানিয়েছেন , চুমোলাংমা শৃংগে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর ইতোমধ্যে শুরু হয়েছে । এ দলের কর্মীরা এখন আগাম প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন ।
এদিন চুমোলাংমা শৃংগের মূল শিবিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চাং চি চিয়াং আরো বলেন , চীনা পর্বতারোহী দলের আনুষ্ঠানিক নাম হচ্ছে চুমোংলংমা শৃংগে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তরকারী পর্বতারোহী দল ।
চাং চি চিয়াং আরো জানান , মোট ৫০জন মশালবাহক এ হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেবেন । তাদের মধ্যে রয়েছেন চীনা পর্বতারোহী দলের দলপতি , প্রশিক্ষক , খেলোয়াড় ও সংশ্লিষ্ট বিভাগের কর্মী । তারা এখন সবাই চুমোলংমা শৃংগের মূল শিবিরে অবস্থান করছেন ।
|