পেইচিং অলিম্পিকের উল্টো গননার ১০০ দিনের ঐতিহাসিক সময়ে বেলজিয়াম,ইতালি ও মিসরের প্রবাসী চীনারা এবং বিদেশে চীনা ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরণের কর্মসূচী আয়োজনের মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমসকে স্বাগত জানিয়েছেন।
প্রায় এক হাজার প্রবাসী চীনা ও বেলজিয়ামে চীনা ছাত্র-ছাত্রীরা ২৯ এপ্রিল বৃষ্টির মধ্যে ব্রাসেলসে এক জনসভায় পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থনের পাশাপাশি চীনের সংস্কার ও মুক্তদ্বার থেকে অর্জিত বিরাট সাফল্যের কথা তুলে ধরেছেন। ইতালির রোমে প্রবাসী চীনাদের সংগঠনও এক আলোচনা সভার আয়োজন করে উল্টো গননার ১০০ দিনের ঐতিহাসিক সময়ে পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থনের জন্য বিভিন্ন রকমের তত্পরতার আয়োজন করেছে। সম্প্রতি মিসরের প্রবাসী চীনা ও মিসরে চীনা ছাত্র-ছাত্রীরা পেইচিং অলিম্পকি গেমসকে সমর্থনের জন্য কায়রোতে কতকগুলো কয়েকটি অনুষ্ঠানেরও আয়োজন করে।(লিলু)
|