চীনের পেপলস ডেইলি পত্রিকায় ১ মে এক ভাষ্য প্রকাশিত হয়েছে। ভাষ্যের শিরোনাম হচ্ছে '১ মে আন্তর্জাতিক শ্রম দিবসের উপলক্ষ্যে বৈজ্ঞানিক উন্নয়নে শক্তিকে কাজে লাগান'।
ভাষ্যে বলা হয়েছে, এ বছর হচ্ছে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৩০তম বার্ষিকী। ৩০ বছরে চীনের শ্রমিক শ্রেণী ও শ্রমিক জনসাধারণ সক্রিয়ভাবে সংস্কার ও উন্মুক্তকরণ এবং আধুনিক সমাজতন্ত্রের গঠনকাজের মহৎ বাস্তব অনুশীলনে যোগ দিয়েছেন এবং বিরাট অবদান রেখেছেন।
ভাষ্যে আরো বলা হয়েছে, বৈজ্ঞানিক উন্নয়ন ত্বরান্বিত করা হচ্ছে চীনের শ্রমিক শ্রেণীর গৌরবময় দায়িত্ব। শ্রমিক শ্রেণী ও ব্যাপক শ্রমিক জনসাধারণ চীনের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার প্রক্রিয়ায় প্রধান শক্তি হিসেবে ভূমিকা পালন করবে, সংস্কার ও উন্মুক্তকরণের মহৎ বাস্তব অনুশীলন এগিয়ে নিয়ে যাওয়ার পথে শ্রমিক শ্রেণী সুন্দর আচরণ প্রদর্শন করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|