৩০ এপ্রিল আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা স্বীকার করেছে যে , এ দিন ভোরে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী রাজধানী কাবুলে সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিদের একটি আবাসিক হলের ওপর আকষ্মিক অভিযান চালিয়েছে , এতে ৪ জঙ্গী ও ৩ সৈন্য নিহত হয়েছে ।
আফগানিস্তানের গোয়েন্দা ব্যুরোর প্রধান আমানুল্লাহ সালেহ এক সংবাদ সম্মেলনে বলেছেন , এ সামরিক অভিযান সন্ত্রাসীদের কাবুলের ওপর হামলা চালানোর পরিকল্পনাকে ব্যর্থ করেছে । তিনি বলেন , ২৭ এপ্রিল কাবুলের প্যারেড অনুষ্ঠানে ঘটা হামলার তদন্ত অনুযায়ি , নিরাপত্তা বিভাগ কাবুলে সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিদের তিনটি গোপন স্থান খুঁজে পেয়েছে । (শুয়েই ফেই ফেই)
|