১ মে থেকে ধুমপান নিষেধ সংক্রান্ত একটি নতুন বিধি চীনের রাজধানী পেইচিংয়ে চালু হচ্ছে । আজ থেকে পেইচিংয়ের অলিম্পিক স্টেডিয়ামগুলোসহ সব ধরণের স্টেডিয়াম এবং শরীরচর্চার স্থাপনা ও সমাজের জন্যে উন্মুক্ত পুরাকীর্তি সংরক্ষণ ইউনিটে ধুমপান নিষিদ্ধ হবে ।
জানা গেছে , পেইচিং অলিম্পিক গেমস হবে একটি ধুমপানবিহীন গেমস । পেইচিং অলিম্পিক গেমস যেমন সিগারেট সম্পর্কিত বিজ্ঞাপন ও সিগারেট ব্যবসায়ীদের অর্থানুকূল্য প্রত্যাখ্যান করে , তেমনি অলিম্পক গেমসের স্টেডিয়ামগুলোতেও ধুমপান নিষেধ করা হবে । এ নতুন বিধি বাস্তবায়নের জন্যে পেইচিং পৌর সরকার তদারকির জন্যে এক হাজারেরও বেশি তত্বাবধায়ক নিয়োগ করেছে এবং আরো এক লাখ স্বেচ্ছাসেবককে এ কাজে শামীল করবে ।
তাছাড়া নতুন বিধিতে রেসতোঁরা , ওয়েবসাইট বার ও পার্কগুলোকে ধুমপান এলাকা স্থাপন এবং এ এলাকার বাইরে সব জায়গায় ধুমপান নিষেধ করার অনুরোধ জানানো হয়েছে । এ বিধি অনুসারে হোটেল-মোটেলেও ধুমপানমুক্ত রুম বা স্তর রাখা হবে ।
|