গত কয়েক বছরে চীনের কেন্দ্রীয় সরকার নানা ধরণের সুবিধাজনক আর্থিক নীতি প্রবর্তন করে অবিরামভাবে চীনের সংখ্যালঘু জাতি-অধ্যুষিত অঞ্চলগুলোর সমৃদ্ধি ও উন্নয়নের জন্যে প্রাণশক্তি যুগিয়েছে ।
চীনের কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক আর্থিক নীতির সুবাদে এসব অঞ্চলের অর্থনীতির দ্রুত উন্নতি হয়েছে । চীন সরকার স্পষ্টভাষায় নির্ধারণ করেছে যে , সংখ্যালঘু জাতিগুলোর অর্থনৈতিক বিকাশের বেলায় সুবিধাজনক কর নীতি চালু করা হবে । এসব অঞ্চলে নতুন প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানের আয়কর কর প্রতিষ্ঠানের অনুমোদন পাওয়ার পর কম করে আদায় অথবা মওকুফ করা হয় । চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সরকারের কাজকর্ম সম্পর্কিত তার প্রতিবেদনে বলেছেন , স্বল্পোন্নত অঞ্চলগুলোর প্রতি সমর্থন জোরদার করা হবে , যাতে সংখ্যালঘু জাতি-অধ্যুষিত অঞ্চল , সীমান্ত অঞ্চল ও দরিদ্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন দ্রুততর হতে পারে ।
|