যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর জন্যে আল কায়দা এখনো সন্ত্রাসের সবচেয়ে বড় হুমকী । গত বুধবার বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের একটি বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে ।
প্রতিবেদনে আরো বলা হয় , আল কায়দা এখন পাকিস্তানের প্রত্যন্ত উপজাতীয় এলাকাগুলোতে তার নেতৃ-ব্যবস্থা পুনর্গঠন করছে এবং শক্তি যোগাচ্ছে । তাছাড়া আল কায়দা আফ্রিকার উগ্র সংগঠনগুলোর সংগেও জোট বাঁধার চেষ্টা করছে । সন্ত্রাসমূলক হামলা চালানোর পাশাপাশি আল কায়দা নাশকতা , প্রচার ও প্রথাগত যুদ্ধ চালানোর পদ্ধতিও প্রয়োগ করছে ।
প্রতিবেদনে আবারো ইরানকে সন্ত্রাসবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তাকারী দেশ বলে আখ্যায়িত করা হয় । তার অপরাধ হল ফিলিস্তিনের উগ্র সংগঠন , হিজবুল্লা , ইরাকের বিদ্রোহী জংগী সংগঠন এবং আফগান তালিবানকে সমর্থন করা । প্রতিবেদনে সন্ত্রাসী সংগঠনের প্রতি সহানুভূতিশীল থাকা এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাস-বিরোধী তত্পরতার সংগে সহযোগিতা না করার জন্যে হুগো শ্যাভেজের নেতৃত্বাধীন ভেনিজুয়েলা সরকারেরও নিন্দা করা হয়
|