v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-01 16:14:15    
অলিম্পিক মশাল চীনে ফিরে এসেছে

cri
    ২০০৮ সালের ৩০ এপ্রিল একটি অসাধারণ দিন। পেইচিং অলিম্পিক গেমসের মশাল পৌঁছানোর কারণে হংকং স্বদেশবাসীদের কাছে দিনটি একটি আনন্দময় দিবসে পরিণত হয়। চীন তার এক শো বছরের স্বপ্ন নিয়ে বিশ্বের পাঁচটি মহাদেশের ১৯টি শহরে সাফল্যের সঙ্গে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন করেছে। অলিম্পকি মশাল চীনে ফিরে এসেছে। ৪৪ বছর পর হংকং আবার অলিম্পিক মশালকে স্বাগত জানিয়েছে।

    অলিম্পিক মশাল হংকংয়ে পৌঁছানোর পর হংকং বিশেষ প্রশাসনিক এলাকার সরকার চিয়ান শা চুই সংস্কৃতি কেন্দ্রে মশালকে স্বাগত জানানোর জন্য এক উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বেসামরিক প্রশাসন বিভাগের পরিচালক হেনরি থাং তার ভাষণে বলেছেন, (১)

    আমি হংকংয়ের ৭০ লাখ অধিবাসীর পক্ষ থেকে ২৪ মার্চ থেকে ১৯টি শহরে অলিম্পিক মশাল হস্তান্তরের সার্বক্ষনিক কর্মীদেরকে বলতে চাই যে, আপনারা ক্লান্ত। এখন দেশে ফিরে এসেছেন।

    পেইচিং অলিম্পিকের দিনগণনার ১০০ দিনের ঐতিহাসিক সময়ে মশাল হংকংয়ে পৌঁছে। হংকং ক্রীড়া পরিষদ ও অলিম্পিক কমিটির প্রধান হো চেন থিং বলেছেন, (২)

    পেইচিং অলিম্পিকের দিনগণনার ১০০ দিনের ঐতিহাসিক সময়ে মশাল হংকংয়ে পৌঁছেছে। এটি হংকংয়ের জনগণের অলিম্পিক গেমসের সম্পৃক্ত করার একটি দৃষ্টি আকর্ষণী ক্ষণ। আমি বিশ্বাস করি, অলিম্পিকের চেতনা হংকং মশাল হস্তান্তরের মধ্য দিয়ে প্রতিটি স্থান, প্রতিটি পরিবার এবং প্রতিটি অধিবাসীর হৃদয়ে জাগরূক থাকবে।

    পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির কার্যকর ভাইস চেয়ারম্যান ইয়াং শু আন বলেছেন, অলিম্পিক মশাল হস্তান্তর হংকংয়ে অনুষ্ঠিত হওয়ার বিশেষ তাত্পর্য রয়েছে।(৩)

    অলিম্পিক মশাল অলিম্পিক গেমসের প্রতিযোগিতা আয়োজনের শহর হংকংয়ে পৌঁছেছে বলে আমি গৌরব বোধ করছি। তাছাড়া এর একটি বিশেষ তাত্পর্য হচ্ছে হংকং স্বদেশবাসীদের সঙ্গে শান্তি,মৈত্রী ও উন্নয়নের অলিম্পিক চেতনাকে যৌথভাবে তুলে ধরা এবং অলিম্পিক গেমসের আনন্দ ও গৌরব যৌথভাবে ভাগ করে নেয়া।

    হংকং হচ্ছে আসন্নঅলিম্পিক মশালের চীনে হস্তান্তরের প্রথম ধাপ। ১৯৬৪ সালে টোকিও অলিম্পিক মশাল হংকংয়ের জনগণ হাতে হাতে হস্তান্তর করেছিলেন। এবার হংকং আবারও মশাল স্বাগত জানিয়েছে। মশালবাহক হিসেবে এটি খুবই তাত্পর্যপূর্ণ কাজ।

    হংকং আই ফেং টিভির বিখ্যাত কম্পোজার উ সিয়াও লি হংকং মশালবাহক হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। তিনি মনে করেন, এই সুযোগ খুবই ভালো। তিনি বলেন(৪)

    হংকংয়ের অধিবাসীদের প্রতিনিধি হিসেবে মশালবাহক হিসেবে আমি গৌরব বোধ করি এবং খুবই খুশি। এবার আমি কেবল অলিম্পিক গেমসকে প্রচার করার শুধু তাই নয়, বরং সুযোগ পেলে একজন মশালবাহক হিসেবে অলিম্পিক গেমসে যোগ দেব। আমি মনে করি, এটা খুবই বিরল সুযোগ ।

    কেবল মশালবাহকদেরই এ ধরণের অনুভব হয়। হংকংয়ের সাধারণ অধিবাসীরাও আসন্ন মশাল হস্তান্তরের তত্পরতা এবং আগস্ট মাসে অনুষ্ঠেয় পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কে আশাবাদী। একটি কোম্পানিতে কাজ করেন মিস্টার হো । তিনি বলেছেন, মশাল হস্তান্তরের জন্য তিনি নিজে অবদান রাখবেন। তিনি বলেছেন, (৫)

    আমি অবশ্যই চিয়েন শা চুই সংস্কৃতি কেন্দ্রে মশাল হস্তান্তরের তত্পরতা দেখবো। তাছাড়া আমরা হংকংয়ের জনগণকে এই আনন্দময় দিবস উদযাপন করার ব্যাপারে উত্সাহিত করবো। আমি আশা করি, চীনারা তাদের প্রচেষ্টার মাধ্যমে আরো ভালো সাফল্য অর্জন করতে পারবে এবং আরো বেশি স্বর্ণপদক অর্জনে সক্ষম হবে।(লিলু)