৩০ এপ্রিল চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী লিউ ছিয়ান পেইচিং সিয়ে হে হাসপাতালে ৪জন ফরাসী পর্যটকের খোঁজ খবর নিয়েছেন। তিনি বলেন, এ ৪জন ফরাসীর সবচে' উন্নত মানের চিকিত্সার ব্যবস্থা করা হবে।
২৮ এপ্রিল চীনের শান তুং রেলপথে দু'টি রেলগাড়ির লাইনচ্যুত হয়ে পরস্পরকে আঘাত করে। এতে ৭১ জন নিহত এবং ৪ শ'রও বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে এ ৪জন ফরাসী পর্যটক রয়েছে।
লিউ ছিয়ান আহতদের অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সব আহতদের সুষ্ঠু সেবা প্রদানের অনুরোধ জানিয়েছেন।
এবারের দুর্ঘটনার চিকিত্সা গ্রুপের প্রধান হিসেবে লিউ ছিয়ান ২৮ এপ্রিল ঘটনাস্থলে পৌঁছান এবং সংশ্লিষ্ট তদন্তের নির্দেশ দিয়েছেন।--ওয়াং হাইমান
|