v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-30 20:48:02    
দীঘকাল ধরে আমি আপনার এই অনুষ্ঠান শুনে থাকি

cri

পাবনা জেলার শ্রোতা শীমা পারভীন তার চিঠিতে লিখেছেন, প্রথমে আমার শুভেচ্ছা নেবেন। আশা করি সি আর আই বাংলা বিভাগের সকল কর্মী ভাল আছেন। আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা । দীঘকাল ধরে আমি আপনার এই অনুষ্ঠান শুনে থাকি । আপনার প্রচারিত সকল অনুষ্ঠান আমার খুব ভাল লাগে । আমি মাঝে মাঝে আপনাদের কাছে চিঠিও পাঠাই। তা ছাড়া, আমি অনেক বার আপনাদের আয়োজিত সাধারণ জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নিয়েছি । কয়েক বার পুরস্কারও পেয়েছি। বতর্মানে আমাদের কয়েকটি গ্রামের শ্রোতাদেরকে নিয়ে একটি শ্রোতা সংঘ প্রতিষ্ঠিত হয়েছে । প্রায়ই আমাদের মধ্যে আপনাদের বাংলা অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়। আশা করি , সি আর আই বাংলা অনুষ্ঠান আরও সুন্দর হবে ।

প্রিয় বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনি আমাদের একজন পুরনো শ্রোতা। প্রায়ই আপনার চিঠিগুলোর আমাদের হাতে পড়ে । আপনি আমাদের আয়োজিত প্রত্যেক বারের সাধারণ জ্ঞান যাচাই প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশ নেন । আমরা সত্যিই এতে খুব মুগ্ধ হই । শ্রোতাদের আন্তরিক সহযোগিতা ছাড়া আমাদের বাংলা অনুষ্ঠানের এতটা উন্নত অসম্ভব । আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আগের মতো ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠানের প্রতি মনোযোগ দেবেন । আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোন মতামত বা পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না ।

বগুড়া জেলার শ্রোতা এম , মিনহাজ উদ্দিন বিপুল তার চিঠিতে লিখেছেন, আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। সি আর আই আমার জীবনের একটি অংশ। যদি সি আর আই এর বাংলা অনুষ্ঠান না হতো তাহলে আমি চীনকে বা চীন সম্পর্কে জানতে পারতাম না। আমি চীনকে বা চীনা জাতিকে ভালোবাসি । সি আর আই এর বাংলা অনুষ্ঠানের যত উপস্থাপক আছে তার মধ্যে সবচেয়ে বেশী ভালো লাগে " লিলি" আপু আপনাকে । আমি যদি আপনার হাতের লেখা একটি চিঠি পেতাম তাহলে শ্রোতা হিসাবে নিজেকে ধন্যমনে করতাম।

প্রিয় বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনি আমাদের অনুষ্ঠানকে এত ভালোবাসেন তা জানলে খুব মুগ্ধ হয়েছি । সাম্প্রতিক বছরগুলোতে শ্রোতাদের আশাহত না করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে আসছি । অবশ্যই আমাদের অনুষ্ঠানের মান আগের চাইতে অনেক উন্নত হয়েছে । এর পাশাপাশি আমরাও স্পষ্টভাবে জানি, আমাদের বাংলা অনুষ্ঠানের মান আরও উন্নত করার জন্য আমাদের আরও অনেক কিছু করবার আছে। আপনি আমার পরিবেশিত অনুষ্ঠান পছন্দ করেন তা শুনে খুব আলন্দিত । আপনার প্রশংসার জন্য আমি আরও চেষ্টা করবো । পরে আমি আপনার জন্য নিজের হাতের লেখা চিঠি পাঠাবো । আশা করি , আগের মতো ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান শুনবেন । চীন সম্পর্কে যদি কোন প্রশ্ল থাকে তাহলে আমাদের চিঠি লিখে জানাবেন । আমাদের এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে ।

বন্ধুরা এখন একটি বাংলা গান শোনাবো ।(গানরে রেকডিং)

মুন্সিগঞ্জজেলার শ্রোতাশাহাদত হোসেন তার চিঠিতে লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। আমি সি আর আই এর সকল অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি । বিজ্ঞান বিচিত্রা অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে । আসলে এই ধরনের অনুষ্ঠান আমাদের মত ছাত্রেরজন্য খুব উপকারী। সত্যি আমি আপনাদের অনুষ্ঠান পছন্দ করি । আমি সি আর আইকে কখনও ভুলতে পারবো না। আমার পাশে অথার্ত সুখে দুঃখে সব সময় সি আর আইকে সঙ্গি করে রাখতে চাই । সি আর আই বাংলা অনুষ্ঠান আরও সুন্দর হবে এটা আমার কামনা ।

প্রিয় বন্ধু, আমাদের বাংলা অনুষ্ঠান নিয়মিত শোনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। গত কয়েক বছর ধরে আমাদের বাংলা অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য অনেক চেষ্টা করেছি । অনুষ্ঠানের মান আগের চাইতে অনেক উন্নত হয়েছে বটে। কিন্তু আমরা ভালভাবে জানি যে, এই অনুষ্ঠানের মান আরও উন্নত করার জন্য আমাদের আরও অনেক কিছু করার আছে । শ্রোতাদের আশাহত যাতে না হতে হয় সে জন্য ভবিষ্যতে আমরা আরও চেষ্টা করবো । আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি কোন মতামত বা পরামর্শ থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন ।

নরসিংদি জেলার শ্রোতা মোহিত কামাল তাঁর চিঠিতে লিখেছেন, আমি একজন নতুন শ্রোতা। গত বছরের প্রথম দিক থেকে আমি সি আর আই বাংলা অনুষ্ঠান শুনতে শুরু করি। তখন থেকে আমি নিয়মিত আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনে থাকি। আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান আমার ভাল লাগে। আমি মাঝেমাঝে আপনাদের কাছে চিঠিও পাঠাই। আশা করি, আপনাদের শনিবারের মিতালি অনুষ্ঠানে আমার চিঠি প্রচারিত হবে।

শ্রোতা বন্ধু, আপনি কি এখন আমাদের অনুষ্ঠান শুনছেন? আপনি আমাদের নতুন শ্রোতা হলেও আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আসলে আপনি আমাদের একজন ভক্ত শ্রোতা । আশা করি , আগের মতো ভবিষ্যতেও আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করবেন। আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আপনার মতো শ্রোতাদের সহযোগিতা খুব দরকার।

চুয়াডাঙ্গা জেলার শ্রোতা আজফার হোসেন তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইয়ের একজন নিয়মিত শ্রোতা । আমি আপনাদের অনুষ্ঠান প্রচার সম্পর্কে কিছু বলতে চাই। আপনাদের অনুষ্ঠান খুব স্পষ্টভাবে শোনা যায়, মনে হয় যেন এফ এম এ শুনছি। কিন্তুমাঝে মাঝে এমন হয় যে কিছুই শোনা যায়না। তখন অনুষ্ঠান শুনতে এতো কষ্ট হয় তা বোঝাতে পারবো না। যদি কোন দিন অনুষ্ঠানটি না শোনা যায় তাহলে খুব কষ্ট হয়।

প্রিয় বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য । আপনি যে সমস্যার কথা বলেছেন আমরা শিগগরিই সে ব্যাপারেসংশ্লিষ্ট বিভাগের কাছে রিপোট করবো। আমার মনে হয় কোনো একটি প্রযুক্তির কারনে এমন হতে পারে । শীগগরিই এই সমস্যর সমাধান করা হবে বলে আশা করা হচ্ছে । আরও কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাতে দ্বিধা করবেন না।

বাংলাদেশের নাটোর জেলার শ্রোতা শেখ সাদী তার চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা । নিয়মিত আপনাদের কাছে চিঠিও পাঠাই। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। বিশেষ করে আমি চাওয়া পাওয়া অনুষ্ঠানের একজন ভক্ত শ্রোতা। সুন্দর সুন্দর বাংলা গানের সুর ঝংকারে আমি মুগ্ধ হই। আমি চীনা শিল্পীর কন্ঠের বাংলা গান খুবই পছন্দ করি। আমি চাওয়া পাওয়া অনুষ্ঠান প্রচারিত ভাল ভাল গানগুলো রেকর্ড করে রেখে বার বার তা শুনি এবং আনন্দিত হই। আমার পরিবারের সবাই এক সঙ্গে মিলে অনুষ্ঠানিকভাবে বাছাই করা গানগুলো উপভোগ করি। তা ছাড়াও মিতালী ও মুখোমুখি অনুষ্ঠানও আমার পছন্দের বাংলা অনুষ্ঠান এবং প্রিয় অনুষ্ঠান।

প্রিয় শেখ সাদী ভাই, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনি এত মনোযোগের সঙ্গে চাওয়া- পাওয়া অনুষ্ঠান শুনেন তা জানতে পেরে আমি খুব মুগ্ধ হয়েছি। ভবিষ্যতে যাতে আরও বেশী ভাল ভাল গান এই অনুষ্ঠানে প্রচারিত হয় সেই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো। আমরা আগে বলেছি, আমাদের প্রত্যেক শনিবারের মুখোমুখি ও মিতালী অনুষ্ঠান শ্রোতাদের নিজস্ব অনুষ্ঠান। কারণ মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং মিতালী অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের পাঠানো চিঠির উত্তর শুনতে পারেন। আশা করি , নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। চীন বা সি আর আই সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই চিঠি লিখে জানাবেন ।