v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-30 20:46:10    
বতর্মানে চীনদেশে মার্কিন ডলারের রির্জাভ কত ?

cri

প্রথমে শুনুন কয়েক জন শ্রোতার প্রশ্নের উত্তর দিবো। টাঙ্গাইল জেলার শ্রোতা ডাবলু আনোয়ার জানতে চেয়েছেন, বতর্মানে চীনদেশে মার্কিন ডলারের রির্জাভ কত ?

প্রিয় শ্রোতা বন্ধু, সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী ২০০৭ সাল নাগাদ চীনে মার্কিন ডলারের রির্জাভ প্রায়১১ হাজার কোটি। ২০০৬ সালের তুলনায় ৪৩,২৩ শতাংশ বেড়েছে। বিজার্ভের ক্ষেত্রেবর্তমানেপৃথিবীতে চীনের স্থান প্রথম।

বাংলাদেশের ফরিদপুর জেলার শ্রোতা আব্দুল খালেক জানতে চেয়েছেন, চীনদেশের কোন প্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশী?

উত্তর বলছি, চীনের পঞ্চম আদম শুমারি অনুযারী, চীনের হোনান প্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশী। এর জনসংখ্যা ৯ কোটি ২৫ লাখ ৬০ হাজার ।সানতুং ও কুওয়াংতুং প্রদেশের জনসংখ্যা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে । অতীতে সিছুয়াং প্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশী ছিল। কিন্তু ছুংছিং শহর সরাসরি কেন্দ্রীয় শাসিত মহানগর হওয়ার পর সিছুয়াংএর জনসংখ্যা এখন সবচেয়ে বেশী নয়।

বাংলাদেশের নওগাঁ জেলার শ্রোতা মিজানুর রহমান কাউসার তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের মাধ্যমিক স্কুলে কী কী বিষয় ছাত্র-ছাত্রীদের পড়ানো হয়?

উত্তরে বলছি, চীনে মাধ্যমিক স্কুল বলতে নিম্ন আর উচ্চ মাধ্যমিক স্কুল বুঝায়। সপ্তম শ্রেণীথেকে নবম শ্রেণী পযর্ন্ত নিম্ন মাধ্যমিক স্কুল। দশম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীপযর্ন্ত উচ্চ মাধ্যমিক স্কুল। এখানে উল্লেখ্য যে যচীনে নিম্নমাধ্যমিক স্কুল পযর্ন্ত শিক্ষা বাধ্যতামূলক। প্রাথমিক স্কুল থেকে পাশ করার পর ছাত্র-ছাত্রীরা সরাসরি নিম্ন মাধ্যমিক স্কুলে ভুর্তি হতে পারে। তবে যারা উচ্চ মাধ্যমিক স্কুলে পড়তে চান তাদেরকে ভতির্পরীক্ষা দিতে হয়। প্রত্যেক উচ্চ মাধ্যমিক স্কুলের ভতির্র মানদন্ড ভিন্ন। ছাত্র-ছাত্রীদেরপরীক্ষা দেওয়ার আগে তিনটি উচ্চ মাধ্যমিক স্কুল বাছাই করার সুযোগ আছে। পরীক্ষার ফলাফল অনুযায়ী কোন উচ্চ মাধ্যমিক স্কুলে ভতি হতে পারবে তা নিধারর্ন করা হয়। সাধারণত নিম্ন মাধ্যমিক স্কুলে উত্তীণ ৭০ শতাংশ শিক্ষার্থীউচ্চ মাধ্যমিক স্কুলে লেখা পড়ার সুযোগ পায়। যারা উচ্চ মাধ্যমিক স্কুলে উন্নীত হতে পারে না তারা পেশাদার মাধ্যমিক স্কুলে পড়তে পারে। নিম্ন মাধ্যমিক স্কুল আর উচ্চ মাধ্যমিক স্কুলের মধ্যে পড়ার বিষয় প্রায় একই। অবশ্যই উচ্চ মাধ্যমিক স্কুলের বিষয় আরও কঠিন। এর আগে বলেছি যে চীনে নিম্ন মাধ্যমিক স্কুলের শিক্ষা বাধ্যতামূলক। কিন্তু উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদেরকে তিন বছরের পড়াশুনা শেষে বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তুতি নিতে হবে। চীনের নিম্ন ও উচ্চ মাধ্যমিক স্কুলে সাধারণত চীনা ভাষা, ইংরেজী ভাষা, ইতিহাস, পদার্থবিদ্যা, গণিত বিদ্যা, ইত্যাদি বিষয় পড়ানো হয়।

ভারতের মুর্শিদাবাদ জেলার শ্রোতা শহিদুল মালিক তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের মুদ্রা ইউয়ান এবং ভারতীয় মুদ্রা রুপির বিনিময় মূল্য কত ? নয়া দিল্লি থেকে পেইচিং-এ যেতে বিমানে কত ঘন্টা সময় লাগে?

উত্তরে বলছি, বতর্মানে এক ইউয়ান পাঁচ ভারতীয় রুপির সমান। তবে কোন কোন সময় পাঁচ রুপির একটু বেশী বা একটু কমও হতে পারে । এখন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি । নয়া দিল্লি থেকে পেইচিং-এ যেতে বিমানে সাড়ে পাঁচ ঘন্টা লাগে । বর্তমানে সপ্তাহে এ দুটো রাজধানীর মধ্যে এক বার বিমান যাতায়াত করে। হয়তো ভবিষ্যতে আরও বেশী ফ্লাইট বাড়বে ।

শ্রোতা বন্ধুরা , এখন একটি গান আপনাদেরকে শোনাবো ।

বগুড়া জেলার শ্রোতা মো: কামরুজ্জামার তাঁর চিঠিতে প্রশ্ন করেছেন, চীনের প্রধান বাণিজ্যিক বন্দর কোনটি? চীনের মহা প্রাচীরের দৈঘ্যও প্রস্থ কত?

প্রিয় বন্ধু, আপনার প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার আগে, চীনের নদনদী সম্পর্কে কিছু বণর্না দেবো। চীন দেশের অজস্র নদীর মধ্যে দেড় হাজারেরও বেশী এমন নদী আছে যেগুলোর প্রত্যেকটির অববাহিকার আয়তন ১০০০ বর্গ কিলোমিটারেরও বেশি। এগুলোর মধ্যে প্রধান প্রধান নদী হলো ছাংজিয়াং, হুয়াংহো, হেইলোংজিয়াং, যুজিয়াং, হাইহো এবং হুয়াইহো। এখন কেবলমাত্র ছাংজিয়াং নদী সম্পর্কে বিশেষভাবে বর্ননা করবো। ছাংজিয়াং নদীর মোট দৈর্ঘ্য ৬,৩০০ কিলোমিটার। শাংহাই , নানজিং, উহান এবং ছোংছিং-এর মতো গুরুত্বপূর্ণ শহরগুলোকে সংযুক্ত করে একটি প্রধান শিরাপথের মতো ছাংজিয়াং নদী প্রবাহিত। এই নদীতে দশ হাজার টনের বড় বড় জাহাজ চলাচল করতে পারে। চীনে বেশ কয়েকটি বড় বড় বন্দর আছে। যেমন, সাংহাই বন্দর, নিনপো বন্দর, থিয়েনচিং বন্দর , দালিয়েন বন্দর । এগুলোর মধ্যে সাংহাই বন্দরকে চীনের সবচেয়ে বড় বন্দর বলে মনে করা হয়।

এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে চীনের মহাপ্রাচীর সম্পর্কেও কিছু বলবো।মহা প্রাচীরকে বিশ্বের সাতটি বিস্ময়ের একটি বলে আখ্যায়িত হয়। এই সুমহান প্রাচীর চীনের ভূখন্ডে ৭ হাজার কিলোমিটারেরও বেশী বিস্তীর্ণ । ১৯৮৭ সালে মহা প্রাচীর বিশ্ব উত্তরাধিকারের তালিকায় অন্তভুর্ক্ত। মহা প্রাচীরের নিমার্ন কাজ খৃষ্টপূর্ব নবম শতাব্দী থেকে শুরু হয়। তখন মধ্য চীনের প্রশাসন উত্তরাঞ্চলের জাতির আক্রমন প্রতিরোধ করার জন্যে দেওয়াল দিয়ে সীমান্তে নিমির্ত প্রহরা টাওয়ারগুলোকে ঘেরাও করা হয়। চীনের বসন্ত ও শরত যুগ আর যুদ্ধমান রাজ্যসমূহের যুগে বিভিন্ন রাজ্যের মধ্যে একটানা লড়াই হয়। বড় রাজ্যগুলোর মধ্যে পরষ্পরের আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্যে সীমান্তের নিকটবর্তী পাহাড়ে মহা প্রাচীরের নিমার্ণ কাজ শুরু হয়। খৃষ্টপূর্ব ২২১ সালে ছিন রাজবংশের প্রথম রাজা চীনকে একীভূত করার পর আগের ছোট ছোট রাজ্যের নিমির্ত মহা প্রাচীর সংযুক্ত করেন। আস্তে আস্তে আঁকাবাঁকা পাহাড়গুলোতে তৈরী এই প্রাচীর উত্তর সীমান্তের প্রতিবন্ধকতায় পরিণত হয়। যাতে উত্তর দিকের মঙ্গোলিয়ার বিস্তীর্ণ তৃণভূমির পশুপালকদের আক্রমন ঠেকানো যায়। ছিন রাজবাংশ আমলে মহা প্রাচীরের দৈর্ঘ্য ছিল ৫০০০ কিলোমিটার। ছিন রাজবংশের পর হান রাজবংশের সময় মহা প্রাচীরের দৈর্ঘ আরও ১০ হাজার কিলোমিটার বাড়ানো হয়। দু' হাজারেরও বেশি বছর ধরে চীনের বিভিন্ন সময়কালের প্রশাসন ভিন্ন ভিন্ন মাত্রায় মহা প্রাচীর নিমার্ন করেন। বিভিন্ন রাজবংশের আমলে নিমির্ত প্রাচীর এক সঙ্গে সংযুক্ত হলে মোট দৈর্ঘ্য হতে পারে ৫০ হাজার কিলোমিটারেও বেশী ।তার মানে এই দৈর্ঘ্য পৃথিবীকে এক বার ঘুরে আসার মত। মহা প্রাচীরের প্রস্থ গড় ১০ মিটার ।

শ্রোতা বন্ধুরা এখন আপনাদের একটি গান শোনাবো ।

বন্ধুরা, এতক্ষণ কয়েক জন শ্রোতার পাঠানোপ্রশ্নের উত্তর ও দুটো বাংলা গান শুনলেন।