আজ থেকে পেইচিং অলিম্পিক গেমস হতে আরও ১০০দিন বাকি । পেইচিং এবং চীনের অন্যান্য শহর নানা কর্মসূচীর মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমসের আগমনকে স্বাগত জানানো হয়েছে ।
আজ সকালে ২০০৮ পেইচিং অলিম্পিক গেমসের উল্টো গননার ১০০দিন উপলক্ষে আয়োজিত এক সম্মেলনপেইচিং মহা গণ ভবনে অনুষ্ঠিত হয়েছে । চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শসম্মেলনের চেয়ারম্যান চিয়া চিংলিন সম্মেলনে উপস্থিত ছিলেন । চিকিত্সা , শিক্ষা ও ক্রীড়াসহ পেইচিংয়ের নানা ক্ষেত্রের প্রায় ৬০০০ প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন । সম্মেলনে পেইচিং অলিম্পিক কমিটির চেয়ারম্যান লিউ ছি পরবর্তী একশ' দিনে পেইচিং অলিম্পিক কমিটি এবং পেইচিংয়ের বিভিন্ন বিভাগের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন ।
পেইচিং বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকদের প্রতিনিধি শপথ গ্রহণ করে বলেছেন , স্বেচ্ছাসেবকরা অবশ্যই দেশি-বিদেশী অতিথিদের উন্নত মানের সেবা দান করবেন । আমি স্বেচ্ছায় পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের জন্য সেবা দান করতে , অলিম্পিক গেমসের মনোবল বাড়াতে , পরিসেবার তত্ত্ব অনুশীলন করতে , সক্রিয়ভাবে এবং আন্তরিকতার সঙ্গে সেবা করতে , ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করতে , সংগ্রামের প্রচেষ্টা চালাতে , ত্যাগের মনোভাব, পারস্পরিক সহায়তা এবং বন্ধুত্বপ্রতীম স্বেচ্ছাসেবকদের আদর্শ প্রদর্শন করতে ইচ্ছুক । আমি মাতৃভূমির মর্যাদার জন্য এবং অলিম্পিক গেমসের সফলতার জন্য আপ্রাণচেষ্টা চালাব । যাতে স্বেচ্ছাসেবকদের মৃদু হাসি পেইচিংয়ের চমত্কার প্রতীক হয়ে যায় ।
পেইচিং অলিম্পিক গেমসের উল্টো গননার ১০০দিনের ম্যারাথন দৌড় আজ সকালে পেইচিং অলিম্পিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পেইচিংয়ের ১০০০ নাগ রিক এবং ম্যারাথন দৌড়প্রিয় বিদেশী বন্ধুরা দৌড়টিতে অংশ নিয়েছেন । ২০০০ ক্রীড়াপ্রিয় লোক তাইচি এবং জাতীয় নৃত্য প্রদর্শন করেছেন । পেইচিংয়ের থোংচৌ এলাকার নাগরিক সেন ইয়ুচি বলেন , অলিম্পিক গেমসের আয়োজন করা আমাদের আশা আকাঙ্ক্ষার অংশ । ২০০১ সালের ১৩ জুলাই আবেদন অনুমোদনের পর প্রতি বছর আমি পেইচিং আন্তর্জাতিক ম্যারাথনদৌড়ে অংশ নিই । আজ অলিম্পিক গেমসের উল্টো গননার ১০০ দিন । এমন গুরুত্বপূর্ণ সময় আমি বাস্তব কার্যকলাপের মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমসের আগমনকে স্বাগত জানাচ্ছি ।
পেইচিং ছাড়া চীনের অন্যান্য শহরেও নানা উদযাপনী কর্মসূচীর আয়োজন করা হয়েছে । উত্তর চীনের ছিন হুয়াংতাও শহর অলিম্পিক গেমসের ফুটবল প্রতিযোগিতা আয়োজনকারী একটি সহযোগী শহর । এই দিন ছিন হুয়াংতাও শহরের ৩০০০ নাগরিক ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন । " অলিম্পিক , আমরা সবসময় প্রস্তুত" শিরোনামের কবিতার রচয়িতা চিন কোফাং বলেন , অলিম্পিক গেমসের উল্টো গননার ১০০ দিন উপলক্ষে আমি কবিতাটি লিখেছি । আমরা ছিন হুয়াংতাও শহরের নাগরিকরা বিশ্বের জনগণের সঙ্গে অলিম্পিকের বয়ে আনা আনন্দ উপভোগ করতে চাই । এক স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি ।
আপনারা এখন যে গানটি শুনছেন তা ২৯ এপ্রিল রাতে সাংহাই শহরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত কন্ঠে গাওয়া "ওয়েই আ রেইডি" । " আমি স্বেচ্ছাসেবক", " এক বিশ্ব, এক স্বপ্ন"সহ অলিম্পিক গানগুলোও উপস্থিত সকল দর্শকের আন্তরিক সমাদর পেয়েছে ।
চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বিভিন্ন এলাকায় অলিম্পিক গেমসকে স্বাগত জানানোর আনন্দদায়ক পরিবেশ বিরাজমান । ৩০ এপ্রিল তিব্বতের বিভিন্ন জাতির ৩০০০ লোক তিব্বত বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সমবেত হয়ে অলিম্পিক গেমসের উল্টো গননার ১০০দিনকে স্বাগত জানিয়েছেন । ---চুং শাওলি
|