পেইচিংয়ে অনুষ্ঠিত " তিব্বতের অতীত ও বর্তমান" শিরোনামে আয়োজিত একটি প্রদর্শনী সূত্রেপাওয়া খবরে জানা গেছে , এ পর্যন্ত চীনের তিব্বতের সড়কপথের মোট দৈর্ঘ্যদাঁড়িয়েছে ৪৮.৬ হাজার কিলোমিটারে ।
জানা গেছে , ১৯৫৯ সালের আগে তিব্বতের সড়কপথের দৈর্ঘ্য ছিল মাত্র ৭০০০ কিলোমিটার । প্রায় ৫০ বছর ধরে উন্নয়নের পর এখন সড়কপথের মাধ্যমে তিব্বতের ৯৭শতাংশ জেলায় সহজেই যাওয়া যায় । এ বছর তিব্বত থানা ও গ্রামে সড়কপথ নির্মাণসহ রাজপথ নির্মাণে প্রায় ৬০০ কোটি ইউয়ান বরাদ্দ করবে । --চুং শাওলি
|