চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ ২৯ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, চীন সুদানের দার্ফুরের সমস্যার দ্রুত সমাধানের জন্য ইতিবাচক ভূমিকা পালন করছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে দার্ফুর সমস্যায় চীনের গঠনমূলক ভূমিকা উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক সংবাদ সম্মেলনে চিয়াং ইউ বলেছেন, চীন হচ্ছে সুদান সরকার, আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ তিন পক্ষের সহযোগিতা ত্বরান্বিত করার ব্যবস্থা উত্থাপনের প্রথম দেশ এবং শান্তি রক্ষী অভিযানে ইতিবাচকভাবে সমর্থনকারী দেশ। তাছাড়া চীন দার্ফুর এলাকায় বহু বাস্তবসম্মত সাহায্য দিয়ে যাচ্ছে।
চিয়াং ইউ বলেছেন, দার্ফুর সমস্যা চীন তৈরী করে নি। চীন এই সমস্যা যথাসাধ্য সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করছে।(লিলু)
|