২৯ এপ্রিল জাতিসংঘের মহাসচিব বান কি মুন সুইজারল্যান্ডের জেনিভায় জাতিসংঘের ইউরোপীয় সদরদফতর ন্যাশল্স প্যালেসে বলেছেন, রাজনীতিকে অলিম্পিক গেমস থেকে দূরে রাখা উচিত।অলিম্পিক গেমস হচ্ছে সারা বিশ্বের সম্প্রীতি, একতা এবং পারস্পরিক সমঝোতার স্থান।
সংশ্লিষ্ট এক প্রশ্নের উত্তরে তিনি বলেন:" মৌলিক নীতি অনুযায়ী, অলিম্পিক গেমসের মতো এমন একটি ক্রীড়া সম্মিলনকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করা অনুচিত। অলিম্পিক গেমসের আন্তর্জাতিক সম্প্রদায়ের সুষম প্রতিদ্বন্দ্বিতা, সম্প্রীতি ভাগাভাগি করা, একতা এবং পারস্পরিক সমঝোতা সৃষ্টিকারী একটি স্থান হওয়া উচিত ।"
সম্প্রতি পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠান নস্যাত্ করা সংক্রান্ত ঘটনা সম্পর্কে বান কি মুন বলেন:" আমরা জানি যে, এটি হচ্ছে এশীয় দেশগুলোয় তৃতীয়বারের মত অলিম্পিক গেমসের আয়োজন। এ সব ঘটনার জন্যে আমি সত্যিই মর্মাহত।"।--ওয়াং হাইমান
|