v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-30 21:05:36    
পেইচিংয়ে অলিম্পিক সম্পর্কিত ধারাবাহিক সাংস্কৃতিক কর্মসূচী শুরু(ছবি)

cri

    ৮ আগস্ট ২৯তম অলিম্পিক গেমস পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। এই মহা সম্মিলনীকে উত্সবমূখর করে তোলার জন্য চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি নির্ধারন করেছে যে, মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত পেইচিংয়ে অলিম্পিক সম্পর্কিত ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। এ সময় বিশ্বের ৮০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ২০ হাজারেরও বেশি শিল্পী পেইচিংয়ে আসবেন। তারা ২৬০টি সেরা নাটক পরিবেশন করবেন। এর পাশাপাশি পেইচিংয়ে ১৬০টি বড় আকারের দেশি-বিদেশি প্রদর্শনীও আয়োজিত হবে। সংশ্লিষ্ট বিভাগের অনুমান অনুযায়ী, এই কর্মসূচীর প্রত্যক্ষ দর্শকদের সংখ্যা হবে ৪০ লাখেরও বেশি। এখন শুনুন এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন।

    অলিম্পিক ক্রীড়ার ঐতিহ্য হচ্ছে সংস্কৃতি ও ক্রীড়ার সম্মিলনকে জোরদার করা। আধুনিক অলিম্পিক সনদ অনুযায়ী, অলিম্পিক ক্রীড়ার তিনটি প্রধান অংশ হচ্ছে ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষা। উদ্যোক্তা শহর অলিম্পিক সম্পর্কিত সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের মাধ্যমে বিদেশে নিজেদের সংস্কৃতি তুলে ধরা, নিজ দেশে বিদেশী সংস্কৃতিকে পরিচিত করা এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় ত্বরান্বিত করা। ২০০০ সালের সিডনি অলিম্পিক গেমস ও ২০০৪ সালের এথেন্স অলিম্পিক গেমসের সাংস্কৃতিক ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জিত হয়েছে। এখন চীনের শিল্পীরা আশা করছেন, বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীদের সঙ্গে তারাও এবারের পেইচিং অলিম্পিক গেমসের সাফল্যের জন্য নিজের অবদান রাখবেন।

    ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কর্মসূচীর মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এই দু'টি অংশ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ অংশের বাস্তবায়ন গত মাসে শুরু হয়েছে। আন্তর্জাতিক অংশ ২৩ জুন থেকে শুরু হবে। বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান, চমত্কার প্রদর্শনী, সেমিনার, ফোরাম ও বহিরাঙ্গন ক্রীড়ার মধ্য দিয়ে চীনা জনগণ ও বিশ্বের অতিথিরা এক উষ্ণ সাংস্কৃতিক পরিবেশ অনুভব করবেন।

    সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা ইয়াং সিয়াং জানিয়েছেন, চীনের বিভিন্ন অঞ্চলের শিল্পী দল অলিম্পিক সম্পর্কিত কর্মসূচীতে অংশ নেয়ার জন্য তাদের অতি আগ্রহের কথা প্রকাশ করেছে। তারা ৫০০টিরও বেশি শ্রেষ্ঠ অনুষ্ঠান মনোনীত করেছে। অবশেষে ১৫০টি সেরা নাটককে বাছাই করা হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পিকিং অপেরা, ঐতিহ্যিক স্থানীয় অপেরা, সিমফনি, গীতিনাট্য ও চীনের ৫০টিরও বেশি সংখ্যালঘু জাতির বৈশিষ্ট্যময় সংস্কৃতি ইত্যাদি। ইয়াং সিয়াং বলেন, 'এবারের কর্মসূচীর তিনটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর ব্যাপকতা। ২০ মার্চ থেকে শুরু হবে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত প্রায় ছ' মাসব্যাপী অনুষ্ঠানে চীনের এক শো'রও বেশি পেশাগত দল ১৫০টিরও বেশি নাটক পরিবেশন করবে। চীনের প্রতিটি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের শিল্পী দল এতে অংশ নেবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এর উচ্চ মান। অংশগ্রহণকারী নাটকগুলো চীনের জাতীয় পর্যায়ের মান ও জাতিগত বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সবাই যাতে এসব অনুষ্ঠান উপভোগ করতে পারে। চীনের অভ্যন্তরীণ অনুষ্ঠান ও প্রদর্শনীর টিকিটের দাম কেবল মাত্র ৫০ থেকে ২৮০ ইউয়ান হবে। ফলে সাধারণ মানুষও এসব অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।'

    ১০ জুন থেকে চীনের ফুচিয়ান, সিছুয়ান, আনহুই ও কুয়াংতৌসহ নানা অঞ্চলের ১২টি স্থানীয় অপেরা পেইচিংয়ে পরিবেশন করা হবে। এর পাশাপাশি তিব্বতী জাতির থাংখা, হান জাতির কাগজ কাটাসহ নানা ঐতিহ্যিক কারুশিল্প প্রদর্শনীও আয়োজিত হবে। চীনের অ-দ্রব্য সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ কেন্দ্রের স্থায়ী উপ-পরিচালক চাং ছিং শান সংবাদদাতাকে বলেন, 'অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দুলর্ভ স্থানীয় অপেরা, জাতিগত আদিম লোক সংগীত ও কারু শিল্প ইত্যাদি, অধিকাংশই জাতীয় পর্যায়ের অ-দ্রব্য সাংস্কৃতিক উত্তরাধিকার তালিকার অন্তর্ভুক্ত। কিছু কিছু অনুষ্ঠান প্রায় বিলুপ্তির পথে। ফলে বলা যায়, এ অনুষ্ঠানগুলো খুব মূল্যবান। প্রদর্শনীর জন্য আমরা ৫০জন কারুশিল্পের উত্তরসূরিকে আমন্ত্রণ জানিয়েছি। তারা চীনের ঐতিহ্যবাহী কারুশিল্প প্রদর্শনের পাশাপাশি তা সংরক্ষণের ব্যবস্থাও দেখাবেন।'

1 2