.jpg)
চীনের ১৮তম জাতীয় বই মেলা ২৬ এপ্রিল মধ্য চীনের হোনান প্রদেশের চেনচৌতে শুরু হয়েছে।
জানা গেছে, চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানসহ নানা অঞ্চল থেকে আসা প্রায় ২৬০০ সংস্থা এই মেলায় অংশ নিচ্ছে। ৩ লাখেরও বেশি বই, পত্রিকা, ম্যাগাজিন ও অডিও-ভিডিও পণ্য এ মেলায় প্রদর্শন করা হচ্ছে।
.jpg)
লোইয়াং, আনইয়াং ও কাই ফাংসহ কয়েক জাগয়ায় সেরা বইপত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। বিভিন্ন গ্রাম ও স্কুলকে বইপত্র প্রদান করা হবে। 'সকল জনগণের বই পড়ার আদর্শ স্থান'ও প্রতিষ্ঠিত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|