.jpg)
২৬ এপ্রিল বিশ্ব মেধাস্বত্ব দিবস। চীনের সংস্কৃতি মন্ত্রণালয় এ দিন ঘোষণা করেছে, প্রশান্তিময় সংস্কৃতির বাজার সৃষ্টির উদ্দেশ্যে দেশজুড়ে অলিম্পিক গেমসের নিশ্চিতকরণ অভিযান চালু হবে।
এবারের অভিযানের প্রধান বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সাংস্কৃতিক পণ্য ও সেবার তত্ত্বাবধান জোরদার করা, কঠোরভাবে জালিয়াতি দমন করা, মেধাস্বত্ব রক্ষা করা, বিশেষ করে অলিম্পিক বিষয়ক প্রতীক, নাম ও মাস্কটসহ নানা জিনিসের মেধাস্বত্বের সংরক্ষণ জোরদার করা এবং অলিম্পিক গেমসকে কাজে লাগিয়ে কোন বেআইনী সাংস্কৃতিক কর্মকান্ড প্রতিরোধ করা।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা এ বছরের বিশ্ব মেধাস্বত্ব দিবসের বিষয়বস্তু নির্ধারণ করেছে যে, 'নবায়ন ও উদ্ভাবনের প্রশংসা, মানুষের মেধাস্বত্বের সম্মান বাড়ানো'। (ইয়ু কুয়াং ইউয়ে)
|