v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-02 19:55:47    
পেইচিং সার্বিকভাবে প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রশিক্ষণের কাজ চালাছে

cri

শ্রোতা বন্ধুরা, আর কয়েক মাস পরেই প্রতিবন্ধী অলিম্পিক গেমস ২০০৮ পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। প্রতিবন্ধী অলিম্পিক গেমস হল সারা বিশ্বের প্রতিবন্ধীদের আড়ম্বরময় ক্রীড়া অনুষ্ঠান। এবারের প্রতিবন্ধী অলিম্পিক গেমস চীনের প্রতিবন্ধীদের উন্নয়নের একটি সুযোগ। প্রতিবন্ধী অলিম্পিক গেমস সফলভাবে আয়োজনের জন্য পেইচিং ইতিবাচকভাবে প্রস্তুতি ও প্রশিক্ষণ কাজ চালিয়ে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে এ সম্পর্কে কিছু কথা জানাবো।

প্রতিবন্ধী অলিম্পিক গেমসের সেবা পেশাগত। সেজন্য প্রতিবন্ধী অলিম্পিক গেমসের মান ও মানবিক মনোযোগ দেয়ার জন্য প্রশিক্ষণ কাজ জোরদার করা উচিত। সম্প্রতি পেইচিং অলিম্পিক গেমসের প্রশিক্ষণ কাজ সমন্বয় দল প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রশিক্ষণ কাজ সংক্রান্ত এক সেমিনারের আয়োজন করেছে। সমন্বয় দলের দায়িত্বশীল কর্মকর্তা চু শানলু বলেন, অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের বৈশিষ্ট্য ও নিয়ম আলাদা। প্রতিবন্ধী অলিম্পিক গেমসের সেবার চাহিদা আরো উচ্চ পর্যায়ের। সেজন্য সার্বিকভাবে প্রশিক্ষণ কাজ চালানো উচিত। যাতে কার্যকর সেবা শিল্প ও নাগরিকদের মত প্রতিবন্ধীদেরকে সহায়তার মনোভাব সড়েতোলা এবং প্রযুক্তির উন্নয়ন করা যায়। চু শানলু বলেন, প্রতিবন্ধী অলিম্পিক গেমসের পেশাগত মান ও ব্যাপকভাবে অংশ নেয়ার বৈশিষ্ট্য রয়েছে। তিনি এ সম্পর্কে বলেন,

(রে ১)

'প্রতিবন্ধী অলিম্পিক গেমসের চারটি বৈশিষ্ট্য হল গভীর মানবিক বিষয়, স্পষ্ট অনুশীলনের বৈশিষ্ট্য, বিশেষ পেশাগত মান ও জটিল সামাজিক সম্পর্ক। প্রতিবন্ধী অলিম্পিক গেমস হল সকল প্রতিবন্ধীদের স্বপ্ন। প্রতিবন্ধীদের প্রতি মনোযোগ ও সম্মান প্রদর্শন করা দেয়া উচিত।'

তিনি আরো বলেন, ইতিবাচকভাবে প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রশিক্ষণ কাজের উন্নয়ন করা হল আরো ভালভাবে প্রতিবন্ধী অলিম্পিক গেমসের সেবা করা এবং সেবাকারীদের মান ও প্রযুক্তি উন্নয়ন করা। সেজন্য প্রতিবন্ধীদের বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিবন্ধী অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদেরকে পেশাগত প্রশিক্ষণ দেয়া উচিত।

গত জানুয়ারী মাসের প্রথম দিকে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির স্বেচ্ছাসেবক বিভাগ চীনের প্রতিবন্ধী ক্রীড়া অনুশীলন কেন্দ্রে দ্বিতীয় দফা স্বেচ্ছাসেবকের শিক্ষকেদের প্রশিক্ষণ দিয়েছে। স্বেচ্ছাসেবক শিক্ষক প্রার্থীরা এবারের অনুশীলনের পর পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির স্বেচ্ছাসেবক বিভাগে যোগ্যতার পরীক্ষা দেবেন। পরীক্ষায় পাস করা ব্যক্তিরা প্রতিবন্ধী অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবকের শিক্ষকে পরিনত হবেন।

প্রায় একশো স্বেচ্ছাসেবক ৩০জন বিশেষজ্ঞের প্রশিক্ষণে প্রতিবন্ধী অলিম্পিক গেমসের উত্স থেকে পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের ইভেন্ট পর্যন্ত সার্বিকভাবে প্রতিবন্ধী অলিম্পিক গেমসের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ কালে প্রতিবন্ধীদেরকে সহায়তার দিকটি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্বেচ্ছাসেবকরা ইতিবাচকভাবে প্রশিক্ষণ সংক্রান্ত করছেন লেখাপড়া করছেন। এবারের প্রশিক্ষণে অংশগ্রহণকারী চাং সাই বলেন, তিনি সমৃদ্ধ জ্ঞান ও সেবার প্রযুক্তি শিখেছেন। এ সম্পর্কে তিনি বলেন,

(রে ২)

'আমি মনে করি, এবারের প্রশিক্ষণের মাধ্যমে আমি আরো ভালভাবে প্রতিবন্ধী অলিম্পিক গেমস সম্পর্কে জ্ঞান আর্জন করেছি। বিশেষ করে, প্রতিবন্ধীদেরকে সেবা করার ক্ষেত্রে আমি অনেক প্রযুক্তি শিখেছি। এবারের প্রশিক্ষণে অনেক বেশি অনুশীলন করতে হয়েছে। সেজন্য আমার অনেক অগ্রগতি হয়েছে।'

চু শানলু বলেন, এ ধরণের অনুশীলন হল প্রতিবন্ধী অলিম্পিক গেমস সংক্রান্ত প্রশিক্ষণের কার্যকর প্ল্যাটফর্ম। তিনি আরো বলেন, এরপর তাঁরা পেইচিংয়ের সবগুলো ক্ষেত্রে প্রতিন্ধীদেরকে সহায়তার অনুশীলন চালাবেন। এ সম্পর্কে তিনি বলেন,

(রে ৩)

'অনুশীলনের মাধ্যমে পেইচিংয়ের বিভিন্ন পক্ষের প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রশিক্ষণে অংশ নেয়া ও উন্নয়নের ক্ষেত্রে উত্সাহ সৃষ্টি হবে। বিমান বন্দর, পরিবহন, গণ নিরাপত্তা, স্বাস্থ্য, বাণিজ্যিক খাদ্য, দর্শনীয় স্থানের কর্মচারীদেরকে শিক্ষাদান, নিজস্ব লেখাপড়া ও ইন্টারনেটে লেখাপড়ার পদ্ধতিতে প্রশিক্ষণ দেয়া হবে।'

চু শানলু মনে করেন, শিক্ষকদের মান প্রশিক্ষণ কাজের মান নির্ধারণ করে। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির প্রশিক্ষণ কাজের সমন্বয় দল কয়েক পর্যায়ে শিক্ষকের প্রশিক্ষণ দেবে। চু শানলু বলেন,

(রে ৪)

'প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষকর প্রতিবন্ধীর দায়িত্ব পালন করা ও প্রতিবন্ধী ক্রীড়া বিশেষজ্ঞদের মধ্যে থেকে নির্বাচিত হবেন। এছাড়া পেইচিং অলিম্পিক গেমসের প্রশিক্ষণ কাজের সমন্বয় দল বিশেষ করে প্রতিবন্ধী অলিম্পিক গেমসের ধারাবাহিক প্রশিক্ষণ পুস্তিকা প্রকাশ করেছে। যেমন, 'পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের জ্ঞান পুস্তিকা', '১৩তম প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রতিযোগিতার জ্ঞান পুস্তিকা', 'অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সেবা করার নিয়ম' ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রতিযোগিতার প্রশিক্ষণ।'