চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হু চিন থাওয়ের সঙ্গে ২৯ এপ্রিল পেইচিংয়ে চীনের কুও মিন তাং পার্টির অবৈতনিক চেয়ারম্যান লিয়ান চান সাক্ষাৎ করেছেন।
হু চিন থাও বলেন, বর্তমানে তাইওয়ানের পরিস্থিতির সক্রিয় পরিবর্তন ঘটেছে। দু'পারের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের প্রবণতা দেখা দিয়েছে। দু'পারের উভয় পক্ষ বিরোধ ভুলে পারস্পরিক আস্থা স্থাপনের মাধ্যমে দু'পারের স্বদেশবাসীদের জন্য বাস্তব কল্যাণ, তাইওয়ান প্রণালী অঞ্চলের শান্তি এবং দু'পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নের নতুন পরিস্থিতি সৃষ্টির লক্ষে যৌথ প্রচেষ্টা চালাবে।
লিয়ান চান বলেন, দু'পারের জনগণের কল্যাণ দু'পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নের ভিত্তিতে স্থাপিত হবে। প্রণালীর দু'পার সুযোগকে কাজে লাগিয়ে অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, সামাজিক অবস্থা ও নিরাপত্তাসহ নানা ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা জোরদার করা, অনুকূল সুযোগ ও পরিবেশ এবং দু'পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নের ভবিষ্যত সৃষ্টি করা উচিত। (ইয়ু কুয়াং ইউয়ে)
|