v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-29 21:26:37    
পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ মোটামুটি শেষ

cri

    ৩০ এপ্রিল পেইচিং ২০০৮ অলিম্পিক গেমসের উদ্বোধন হতে আর ১০০ দিন বাকি। অলিম্পিক গেমস দিন দিন ঘনিয়ে আসছে। ২০০১ সাল থেকে আয়োজনের অধিকার পাওয়ার পর পেইচিং অলিম্পিক গেমসের সংগঠকরা মনোযোগ দিয়ে প্রস্তুতিমূলক কাজ শুরু করেন । যাতে আবেদনের সময় বিশ্বের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যায়। প্রায় ৭ বছর প্রস্তুতি নেয়ার পর বর্তমানে পেইচিং আত্মবিশ্বাসের সঙ্গে সারা বিশ্বকে বলতে পারে, পেইচিং অলিম্পিক গেমসের জন্য আমরা এখন বলতে গেলে প্রস্তুত।

   পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক প্রক্রিয়ায় স্টেডিয়াম নির্মাণ, গণ মাধ্যমের সেবা, স্বেচ্ছাসেবকদের নিয়োগ ও পরিবেশের গুণগত মান উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ কাজ বিশ্বের ইতিবাচক মূল্যায়ন পেয়েছে।

    অলিম্পিক গেমসের স্টেডিয়াম, অলিম্পিক গ্রাম ও গণ মাধ্যম গ্রামসহ সংশ্লিস্ট স্থাপত্যগুলোর নির্মাণ ক্ষেত্রে পেইচিংয়ের কার্যকারিতা বার বার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রশংসা পেয়েছে। এখন পেইচিং অলিম্পিক গেমসের জন্য ব্যবহারযোগ্য ৩৭টি স্টেডিয়ামের মধ্যে কেবল 'বার্ড নেস্ট' নামের প্রধান স্টেডিয়ামের অভ্যন্তরীন ক্ষেত্র সাজানোর কাজ চলছে। এ ছাড়া অন্য ৩৬টি স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অলিম্পিক গ্রাম ও গণ মাধ্যম গ্রাম পরীক্ষামূলক ব্যবহারিক পর্যায়ে প্রবেশ করছে।

   মার্কিন এনবিসি ক্রীড়া চ্যানলের নির্বাহিত পরিচালক ড্যাভিড নিল আট বার অলিম্পিক গেমসে সাক্ষাত্কার নিয়েছেন। তিনি 'ওয়াটার কিউব' পরিদর্শনের পর বলেন, অলিম্পিক ইভেন্ট। আমাদের মার্কিনীরা বিশেষভাবে সাঁতার পছন্দ করেন। 'ওয়াটার কিউব' হচ্ছে সাঁতারের একটি মহান স্টেডিয়াম। আমি আট বার অলিম্পিক গেমসে সাক্ষাত্কার নিয়েছি। কিন্তু এটা হচ্ছে আমার দেখা শ্রেষ্ঠ স্টেডিয়াম। আমি বিশ্বাস করি, এখান থেকে প্রচারিত টেলিভিশন ছবি সারা বিশ্বের টেলিভিশন দর্শকদের উত্সাহিত করবে।'

   পেইচিং অলিম্পিক গেমস চলাকালে ২০ লাখেরও বেশি গণ মাধ্যমের কর্মীরা প্রধান তথ্য কেন্দ্র ও আন্তর্জাতিক বেতার কেন্দ্র থেকে নিয়মিতভাবে সারা বিশ্বে অলিম্পিকের খবর পাঠাবেন।

    এত উন্নতমানের গণমাধ্যম-ব্যবস্থা সম্পর্কে সম্মুখে কাতারের আল জাজিরা টিভির ক্রীড়া চ্যানেলের সংবাদদাতা মামুন সাদ্দা বলেন, ---২---সব সাংগঠনিক কাজ অত্যন্ত সুষ্ঠু হয়েছে । পরিসেবার কাজও চমত্কার । গণমাধ্যমের কাজ সম্পর্কে আমার কোন চিন্তা নেই । প্রধান তথ্য কেন্দ্র , এমন কি হোটেলের ব্যাপারে ভিন্ন দেশ এবং ভিন্ন জাতির সংবাদদাতাদের কথা যেমন মুসলমানদের খাবার , খ্রীষ্টিয়ানদের প্রার্থনার জায়গার কথাও বিবেচনা করা হয়েছে ।

    চমত্কার সাজ সরঞ্জামের ব্যবস্থা ছাড়াও একটি সকল অলিম্পিক গেমস আয়োজনে স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ পরিসেবার কথাও উল্লেখ করতে হয়। বিশেষ করে পেইচিংয়ের নাগরিকরা অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক হতে খুবই আগ্রহী । পেইচিং অলিম্পিক গেমসে মোট ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রয়োজন । কিন্তু স্বেচ্ছাসেবক হওয়ার জন্য আবেদন করেছেন প্রায় দশ লাখ লোক ।

    পেইচিংয়ের জলবায়ুর গুণগতমান সবসময় আন্তর্জাতিক ক্ষেত্রের দৃষ্টি আকর্ষণ করে আসছে । গত কয়েক বছরে চীন সরকার ও পেইচিং পৌর সরকারের প্রচেষ্টায় পেইচিংয়ের জলবায়ুর গুণগতমান ধাপেধাপে উন্নত হয়েছে । এ সম্পর্কে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাক রগ বলেন , ---৩--- গত ৬ থেকে ৮ বছরের মধ্যে চীনের শিল্প উত্পাদন অতি দ্রুত বেড়ে যাওয়ায় জলবায়ু দুষিত হওয়ার সমস্যা সৃষ্টি হয়ে ছিল । কিন্তু চীন সরকার এর জন্য যে কার্যকর ব্যবস্থা নিয়েছে আমি তার প্রশংসা করি । এটা শুধু পেইচিং অলিম্পিক গেমসের জন্য নয় দীর্ঘস্থায়ীভাবে পরিবেশ সমস্যা সমাধানের জন্যও উপকারী। তাছাড়া পেইচিংয়ের নিরাপত্তা , খাদ্যের নিরাপত্তা , যাতায়াত এবং পর্যটকদের অভ্যর্থনাসহ নানা ক্ষেত্রের প্রস্তুতিমূলক কাজও স্থিতিশীলভাবে চলছে । বর্তমানে প্রস্তুতিমূলক কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে । পেইচিং অলিম্পিক গেমসের গোটা প্রস্তুতিমূলক কাজ আন্তর্জাতিক ক্রীড়াবিদদের প্রশংসা পেয়েছে ।

   এপ্রিল মাসের প্রথম দিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধীনস্থ ২০৫টি দেশ ও অঞ্চলের অলিম্পিক কমিটি নিয়ে গঠিত আন্তর্জাতিক অলিম্পিক সমন্বয় কমিটি স্পষ্ট ভাষায় পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থন এবং এতে অংশ নেয়ার কথা ব্যক্ত করেছে। আন্তর্জাতিক অলিম্পিক সমন্বয় কমিটির চেয়ারম্যান মারিও ভাজকুয়েজ রানা বলেন , ---৪---এ বছরের পেইচিং অলিম্পিক গেমস ইতিহাসের সবচেয়ে সকল অলিম্পিক গেমস হবে বলে আমি আশা করি । এ লক্ষ্যের খুব কাছাকাছি এখন আমরা রয়েছি । নিঃসন্দেহে , পেইচিং অলিম্পিক গেমস ইতিহাসের সবচেয়ে চমত্কার অলিম্পিক গেমস হবে ।