এর ফলে পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কে সংশ্লিষ্ট বিভিন্ন সংবাদ এবং রিপোর্ট প্রচারের ক্ষেত্রে ছেন ইয়ান হুংয়ের অনেক সুযোগ বেড়েছে। এ প্রক্রিয়ায় অলিম্পিক সম্পর্কিত একটি স্বপ্ন তার মনে দেখা দিয়েছে। ছেন ইয়ান হুং চীনা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সারা বিশ্বের সকলের কাছে অলিম্পিক গেমস সংক্রান্ত একটি আমন্ত্রণপত্র পাঠাতে চেয়েছিল। ব্যাপক সংগ্রহের মাধ্যমে সে খুঁজে বের করেছে যে ২০০৪ সালের ২৮তম এথেন্স অলিম্পিক গেমসে মোট ৬৪৯ জন খেলোয়াড় স্বর্ণপদক অর্জন করেছেন। স্বর্ণপদক অর্জনকারী দেশ ও অঞ্চলের ৫৪জন চীনে তাদের রাষ্ট্রদূত এবং অলিম্পিক গেমস কমিটির ৩জন চেয়ারম্যানকে পেইচিং অলিম্পিক গেমস সংক্রান্ত তাদের মনের কথা জানানোর আমন্ত্রণপত্র পাঠিয়েছে। দু'মাসের চেষ্টার পর এখন এ আমন্ত্রণপত্র বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের হাতে পৌঁছেছে। আমন্ত্রপত্রে বলা হয়:" অলিম্পিক গেমসকে খুব পছন্দকরা মেয়ে হিসেবে আসন্ন পেইচিং অলিম্পিক গেমস উপলক্ষ্যে আমি সকল খেলোয়াড়ের পেইচিং অলিম্পিক গেমসে সাফল্য কামনা করি। একই সঙ্গে পেইচিং অলিম্পিক গেমসের একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমি আন্তরিকভাবে আপনাদের মনের কথা সবাইকে জানাতে চাই। এ পত্রটি আমার "আট এক" মাধ্যমিক বিদ্যালয়ে সংরক্ষন কররো ।"
ছেন ইয়ান হুং ইতোমধ্যেই চীনে হাংগেরি , জার্মানি এবং কেনিয়াসহ কয়েকটি দূতাবাসের পত্র পেয়েছে। একই সঙ্গে সে ঈথিওপিয়া এবং মার্কিন দূতাবাসের টেলিফোনও পেয়েছে। পেইচিং " আট এক" মাধ্যমিক বিদ্যালয়ের উপপ্রধান ওয়াং শি তুং বলেন:"হাংগেরির রাষ্ট্রদূতের পত্রে বলা হয়েয়ে যে, তরুণ-তরুণীদের উচিত কীভাবে কাজ সম্পাদন করা যায় তার চেষ্টা করা? তিনি জানিয়েছেন যে, ১৯৮৮ সালের অলিম্পিকে হাংগেরির একজন খেলোয়াড় প্রথমবারের মতো স্বর্ণাপদক অর্জনের সময় তার বয়স মাত্র ১৪ । এ থেকে বুঝা যায় যে, আমাদের শিক্ষার ক্ষেত্রে অন্যান্য দেশের চমত্কার অভিজ্ঞতা থেকেও শেখা উচিত।"
ছেন ইয়ান হুং বিভিন্ন রাষ্ট্রদূতের শুভ কামনা গ্রহণ পেয়েছেন। তার অলিম্পিক গেমসের স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হতে শুরু করেছে। সে আরও আশা করে যে, একজন ছোট্ট সংবাদদাতা হিসেবে সে নিজের উদ্যোগে পেইচিং অলিম্পিক গেমসের প্রচার করবে । অবশ্যই , তার সর্বোচ্চ স্বপ্ন হচ্ছে সব অংশগ্রহণকারীর চেষ্টার মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমস হবে সবচে' চমত্কার অলিম্পিক গেমস। সে বলেছে:" আসন্ন পেইচিং অলিম্পিক গেমস----২০০৮ উপলক্ষে আমাদের সকলের উচিত অলিম্পিক গেমসের ওপর অবদান রাখা। 'এক বিশ্ব এক স্বপ্ন', সবারই এ লক্ষ্য বাস্তবায়নে চেষ্টা করতে পারবেন বলে আমি আস্থাবান।"--ওয়াং হাইমান 1 2
|