জাপান সরকারের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও আগামী ৬ থেকে ১০ মে পর্যন্ত জাপানে রাষ্ট্রীয় সফর করবেন । ২৯ এপ্রিল পেইচিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু এ কথা জানান ।
চিয়াং ইয়ু বলেন , সফরকালে হু চিন থাও জাপানের রাজা আকিহিতোর সংগে সাক্ষাত করবেন এবং প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার সংগে এক বৈঠকে মিলিত হবেন । তিনি জাপানের পার্লামেন্ট , বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিদের সংগে ব্যাপক পর্যায়ে মত বিনিময় করবেন ।
চিয়াং ইয়ু আশা প্রকাশ করে বলেন , হু চিন থাওয়ের সফর দু দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে দু দেশের বাস্তবভিত্তিক সহযোগিতা আরো বাড়াবে ।
|