তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাংগুলি বার্দিমুখামেদোভ ২৮ এপ্রিল আফগানিস্তানে রাষ্ট্রীয় সফর করেছেন। এটা হচ্ছে প্রেসিডেন্ট হওয়ার পর তাঁর প্রথম আফগানিস্তান সফর।
একই দিন বার্দিমুখামেদোভ আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন। দু'নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি, সন্ত্রাস দমন ও আঞ্চলিক নিরাপত্তাসহ নানা বিষয়ে মত বিনিময় করেছেন।
তারা ব্যক্ত করেছেন, দু'দেশ সন্ত্রাস দমন, জ্বালানি, পরিবহন ও টেলিযোগাযোগসহ নানা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে এবং আফগানিস্তান অতিক্রম করা একটি প্রাকৃতিক গ্যাস পাইপ নির্মাণ করলে গোটা অঞ্চলের জন্য গুরুত্বপুর্ণ ও তাত্পর্যসম্পন্ন হবে বলেও উল্লেখ করেছেন।
বৈঠকের পর দু'দেশ পরিবহন, বিজ্ঞান, সংস্কৃতি ও কারুশিল্পসহ নানা ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ সংক্রান্ত এক সরকারী চুক্তি স্বাক্ষর করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|