চীনের জাতীয় নিরাপদ উত্পাদন তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক ওয়াং চুন ২৯ এপ্রিল শান তোং প্রদেশের চৌ ছুন-এ বলেন, ২৮ এপ্রিল শান তোং-এ লাইনচ্যুত হয়ে একটি রেলগাড়ি চলন্ত অবস্থায় অপর একটি রেলগাড়িকে ধাক্কা দেয়ার ঘটনাটি একটি দায়িত্বহীন ঘটনা।
ওয়াং চুন আরো বলেন, দুর্ঘটনাসৃষ্টিকারী রেলগাড়িটি গুরুতরভাবে তার গতিসীমা অতিক্রম করে ছিল। গাড়িটির গতি প্রতি ঘন্টায় ৮০ কিলোমিটার নির্ধারিত ছিলো কিন্তু রেলগাড়িটি তখন প্রতি ঘন্টায় ১৩১ কিলোমিটার গতিতে চলছিল।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে ফেলা হয়েছে। আটকে পড়া যাত্রীদের গন্তব্যস্থানে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে এবং আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। ২৯ এপ্রিল বেলা সেয়া দু'টা থেকে দুর্ঘটনা কবলিত রেলপথে গাড়ি চলাচল পুনরুদ্ধার শুরু হয়েছে। (লিলি)
|