২ মে ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত চীন ,যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিসহ ছ' দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন লন্ডনে অনুষ্ঠিত হবে। চীনের চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চিয়ে ছির পক্ষ থেকে সহকারী পররাষ্ট্র মন্ত্রী হে ইয়া ফেই এ সম্মেলনে অংশ নেবেন। ২৯ এপ্রিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু পেইচিংয়ে এ কথা জানান।
তিনি বলেন, এ সম্মেলনে ইরানের পরমাণু সমস্যা নিয়ে পুনরায় আলোচনার প্রস্তাব এবং সংশ্লিষ্ট দলিলপত্রের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। চীন এ সম্মেলনে সাফল্য অর্জন করবে বলে আশাবাদী। কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধানের লক্ষ্যে চীন তার গঠনমূলক ভূমিকা অব্যাহতভাবে পালন যাবে।--ওয়াং হাইমান
|