চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৯ এপ্রিল পেইচিংয়ে বলেছেন , চীন ও জাপানের পারস্পরিক উপকারিতামূলক কৌশলগত সম্পর্ককে অব্যাহতভাবে এগিয়ে নেয়ার জন্য চীন জাপানের সঙ্গেযৌথ প্রচেষ্টা চালাতে আগ্রহী।
তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী নাকাসোনে ইয়াসুহিরোর সঙ্গে সাক্ষাত্কালে বলেন, চীন ও জাপান উভয়েই এশিয়া ও বিশ্বের গুরুত্বপূর্ণ দু'টি দেশ। চীন ও জাপানের পারস্পরিক উপকারিতামূলক কৌশলগত সম্পর্কের উন্নয়ন যেমন দু'দেশ ও দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ , তেমনি এশিয়া এবং বিশ্বের শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করা যাচ্ছে। চীন সরকার চীন-জাপানের সম্পর্ক উন্নয়নের ওপর বিশেষভাবে গুরুত্ব দেয়। চীন প্রতিবেশীর প্রতি সদিচ্ছা, প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতি অনুযায়ী শান্তিপূর্ণ সহাবস্থান, বংশপরম্পরায় সম্প্রীতিতে বসবাস , পারস্পরিক উপকারিতামূলক কল্যাণে ও যৌথ উন্নয়নে দৃঢ়ভাবে অবিচল থাকবে।
তিনি আরো বলেন, চীন তাইওয়ান এবং তিব্বত সমস্যায় জাপানের একচীন নীতিতে অবিচল থাকা এবং পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থনের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানায়।
নাকাসোনে ইয়াসুহিরো বলেন, জাপান-চীন সম্পর্ক দু'দেশ ও পূর্ব এশীয় অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দু'পক্ষের উচিত একটি দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা।--ওয়াং হাইমান
|