ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদ দু'দিনব্যাপী সফরের উদ্দেশ্যে ২৮ এপ্রিল সন্ধ্যায় শ্রীলংকার রাজধানী কোলম্বোয় পৌঁছেছেন । নেজাদ হলেন শ্রীলংকা সফরকারী প্রথম ইরানী প্রেসিডেন্ট।
শ্রীলংকার প্রেসিডেন্টের সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার বিমান বন্দরে উপস্থিত থেকে নেজাদকে অভ্যর্থনা জানানোর কথা।
শ্রীলংকার একজন সরকারি কর্মকর্তা জানান, আহমাদিনেজাদের এবারের সফরে প্রেসিডেন্ট রাজাপাকসা, প্রধানমন্ত্রী রত্নশ্রী ভিকরামানায়াক এবং অন্যান্য উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি ইরানের সাহায্যে নির্মিত জলসেচ ব্যবস্থা এবং তেল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। (ইয়াং ওয়েই মিং)
|