২৯ এপ্রিল সকালে পেইচিংয়ে চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন ফিং সফররত উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাক ইউই ছুনের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
সাক্ষাত্কালে সি চিন ফিং বলেন, নতুন যুগের পরিস্থিতিতে এবং চীন-উত্তর কোরিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিক উপলক্ষে, উত্তর কোরিয়ার সঙ্গে সহযোগিতা আরো গভীরতর করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চীন ইচ্ছুক।
পাক ইউই ছুন বলেন, উত্তর কোরিয়া এক চীন নীতিতে অবিচল থাকবে। তিব্বতের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য চীন সরকার যে ব্যবস্থা নিয়েছে উত্তর কোরিয়া তা সমর্থন করে। তিনি পেইচিং অলিম্পিক গেমস সাফল্যের সঙ্গে আয়োজনের কামনা করেন। (ইয়াং ওয়েই মিং)
|