চীনের জাতীয় গণ পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়াং ছিং লিনের সঙ্গে ২৮ এপ্রিল বিকালে পেইচিংয়ে চীনের কুও মিন তাং পার্টির অবৈতনিক চেয়ারম্যান লিয়ান চান ও তাঁর স্ত্রী সাক্ষাৎ করেছেন। চিয়াং ছিং লিন কুও মিন তাং পার্টি ও কমিউনিস্ট পার্টি এবং তাইওয়ানের দু'পারের সম্পর্ক উন্নয়নের জন্য লিয়ান চানের অবদানের ভুয়সী প্রশংসা করেছেন। তিনি আশা করেন, দু'পারের স্বদেশবাসীরা আরো ঘনিষ্ঠভাবে সংহতি হয়ে যৌথভাবে দু'পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নের নতুন পরিস্থিতি সৃষ্টি করবে।
চিয়াং ছিং লিন উল্লেখ করেন, তিন বছর আগে চেয়ারম্যান লিয়ান চান চীনের কুও মিন তাং পার্টির প্রতিনিধি দল নিয়ে মূলভূভাগে প্রথম শান্তি সফর করেন। সাধারণ সম্পাদক হু চিন থাও ও চেয়ারম্যান লিয়ান চানের মধ্যকার ঐতিহাসিক বৈঠক হয়েছে। এতে কুও মিন তাং পার্টি ও কমিউনিস্ট পার্টির সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে।
লিয়ান চান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে কুও মিন তাং পার্টি ও কমিউনিস্ট পার্টির যোগাযোগের প্লাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে এবং তিন বার অর্থনৈতি, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ফোরাম অনুষ্ঠিত হয়েছে। আমরা দু'পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নের জন্য যথাসাথ্য চেষ্টা চালাবো এবং বংশধরের জন্য সুখী পরিবেশ সৃষ্টি করবো। (ইয়ু কুয়াং ইউয়ে)
|