v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-28 21:04:59    
'বিষাক্ত পার্ফিয়ুম'

cri

    এখন আপনারা শুনছেন সংগীতাঙ্গনের নতুন শিল্পী আলাংয়ের গাওয়া 'পুরুষের বিরক্তি'। গানটিতে পুরুষরা বয়সের বিভিন্ন ধাপে সামাজিক ক্ষেত্রে সম্মুখীন হওয়া নানা সমস্যার কথা তুলে ধরা হয়েছে। গানে পুরুষের মনের ব্যথা এবং তার বিরক্তি ও ক্লান্তির ছাপ ফুটে উঠেছে। গানের কথা এমনঃ '৩০ বছরের একজন পুরুষের চাকরীর ধারা পথ কেমন চলছে? এর আগে সবসময় ভবিষ্যতের সুন্দর ভাবনার ভেতর, মনে হতো, ৩০ বছর বয়সের পর আর আগের মতো ক্লান্তি লাগবে না। ৪০ বছর বয়সে পুরুষরা হবে পরিপক্ক ও সুদর্শন। মদ না খেলেও কেন জানি নিজের মন মাতাল হয়ে যায়। ৫০ বছর বয়সের পুরুষকে স্ত্রীর কথা মেনে চলতে হয় অক্ষরে অক্ষরে। ছেলেমেয়ের জন্য ব্যস্ত থাকলেও কখনোই ক্লান্তি লাগে না।'

    আলাং ছোট বেলা থেকেই অপেরা পছন্দ করতেন। ১৯৯০ সালে তিনি চিলিন প্রদেশের পিকিং অপেরা দলের একজন অভিনেতা হিসেবে যোগ দেন। ১৯৯৮ সালে আলাং পেইচিংয়ে এসে একজন পপ সংগীত গায়ক হিসেবে পরিচিতি পেয়েছেন। মাঝে মাঝে তিনি বারে গান পরিবেশন করেন। সুকন্ঠের অধিকারী আলাং আস্তে আস্তে পেইচিংয়ের বারগুলোয় যথেষ্ট সুনাম অর্জন করতে থাকেন এবং নিজের বন্ধু অনুরাগী অর্জন করেছেন। ২০০৬ সালের জুলাই মাসে আলাং পেইচিংয়ের শাংশি ডিস্ক কোম্পানির সঙ্গে চুক্তি বদ্ধ হন এবং ২০০৭ সালের জানুয়ারী মাসে তাঁর প্রথম অ্যালবাম বাজারে প্রকাশিত হয়।

    বন্ধুরা, এখন আপনারা আলাংয়ের গাওয়া 'পুরুষরাও আসলে দুর্বল' গানটি শুনছেন। গানের কথা এমনঃ 'অবশেষে তুমি আমাকে বললে, আমার প্রতি তোমার প্রেম আর তেমন বেশি নেই। এমন ফলাফল দেখে আমি বাক রুদ্ধ। আমাদের ভালোবাসা সত্যিই শেষ হয়ে গেছে? আমি প্রেমের মরুভূমিতে পথ হারিয়েছে। আমার মন ঝড়-বৃষ্টিতে বিদ্ধস্ত। আসলে পুরুষরাও খুব দুর্বল। মুখে ছাপ না পড়লেও মনের ব্যথা মুছে ফেলা যায় না।'

    শহরে বসবাসকারী পুরুষ ও নারীরা সাধারণত একটি সুন্দর ও নিশ্চিত প্রেমের প্রত্যাশা করেন। কিন্তু অনেক সময় দেখা যায় বাস্তবতা ও আদর্শের মধ্যে বড় ব্যবধান। কারণ, বাস্তব জীবনের প্রেম নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এখন শুনুন আলাংয়ের গাওয়া 'পরিবর্তনশীল প্রেম' শীর্ষক গানটি।

    গানের কথা এমনঃ 'হয়তো প্রথম দিকে আমি প্রেমকে বেশ উত্কৃষ্ট মনে করতাম। আমার মনে হতো, তোমার সঙ্গে এক শত বছর ধরে সঙ্গী থাকতে পারবো। আমাদের প্রেমে ঝড়-বৃষ্টির আগের সরস অনুভুতিও ছিল। তুমি বলেছো, আমাদের প্রেম ঝড়-বৃষ্টির মধ্যে ফোটা গোলাপের মতোই তোমাকে খুব কষ্ট দিয়েছে। তা আর থাকবে না। পরিবর্তনশীল প্রেম অবশ্যই বেদনাদায়ক।'

1 2