চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো ২৮ এপ্রিল আয়োজিত এক অধিবেশনে পরবর্তী পাঁচ বছরে 'দুর্নীতি দমন ও প্রতিরোধ করা সংক্রান্ত ব্যবস্থা সম্পূর্ণ প্রতিষ্ঠার কার্য পরিকল্পনা' পর্যালোচনা ও অনুমোদন করেছে। এতে দুর্নীতি দমন ও প্রতিরোধ করা সংক্রান্ত আরো কিছু নতুন ব্যবস্থা ও অনুরোধ উত্থাপিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও অধিবেশনে সভাপতিত্ব করেছেন।
অধিবেশনে বলা হয়েছে, সংস্কার ও উন্মুক্তকরণের পর দুর্নীতি দমন ও সৎ সরকার গঠন কাজের নিরন্তর অগ্রগতি অর্জিত হয়েছে। কিন্তু কমিউনিস্ট পার্টির সৎ প্রশাসন গঠন ও দুর্নীতি দমন সংগ্রামের পরিস্থিতি এখনো কঠোর। ফলে দুর্নীতি দমন ও সৎ সরকার গঠনকে আরো লক্ষণীয় স্থানে দেয়া উচিত।
অধিবেশনে উত্থাপিত হয়েছে, দুর্নীতি দমন ও সৎ সরকার গঠনের প্রক্রিয়ায় মূল সমস্যা সমাধান করা, প্রতিরোধ করা এবং ব্যবস্থা নির্মাণের ওপর গুরুত্ব দেয়া উচিত। দুর্নীতি দমন ও সৎ সরকার গঠনের জন্য হিতকর চিন্তাধারা, সাংস্কৃতিক পরিবেশ , ব্যবস্থার শর্ত ও আইনগত নিশ্চয়তা গড়ে তোলা হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|