২৮ এপ্রিল জেনিভায় "পরমাণু অস্ত্রের অবিস্তার চুক্তির" অষ্টম যাচাই বাছাই সম্মেলনের দ্বিতীয় প্রস্তুতি অধিবেশনে উপস্থিত থাকা চীনের প্রতিনিধি দলের নেতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরসজ্জা নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক ছেং চিং ইয়ে বলেছেন, চীন "পরমাণু অস্ত্রের অবিস্তার চুক্তি"-এর সাধারণকরণ ,কর্তৃত্ব ও কার্যকারিতা জোরদারকে সমর্থন দিচ্ছে।
তিনি বলেছেন, "পরমাণু অস্ত্রের অবিস্তার চুক্তি" বিশ্বব্যাপী চুক্তি হিসেবে পরমাণু বিস্তার প্রতিরোধ করা, পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহার ত্বরান্বিত করার ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা পালন করছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ফলপ্রসুভাবে ত্বরান্বিত করছে।
চীন আশা করে, আন্তর্জাতিক সম্প্রদায় নতুন দফা যাচাই বাছাইয়ের সুযোগের মাধ্যমে সহযোগিতা জোরদার করবে, পরমাণু বিস্তার প্রতিরোধ,পরমাণু নিরস্ত্রীকরণ এবং পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহার সার্বিকভাবে ত্বরান্বিত করবে। যাতে অষ্টম যাচাই বাছাই অধিবেশনের সাফল্যের জন্য সুষ্ঠু ভিত্তি স্থাপন করা যায়।(লিলু)
|