লাসায় "১৪ মার্চের" ঘটনার জন্য তিব্বতের বিখ্যাত সেরা মোনাস্টেরি মন্দির বন্ধ হয়েছিল । ২৮ এপ্রিল জনগণ এবং পর্যটকদের জন্য যা পুনরায় খোলা হয়েছে।
সেরা মোনাস্টেরি মন্দির হচ্ছে তিব্বতের তিনটি বৃহত্তম মন্দিরের মধ্যে অন্যতম। "১৪ মার্চের " ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার পর, পর্যটকদের নিরাপত্তা সুরক্ষার কারণে মন্দিরটি বন্ধ করে দেয়া হয়েছিল। তিব্বতের শৃঙ্খলা পুনরায় স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ২৮ এপ্রিল সেরা মোনাস্টেরি মন্দির ব্যাপক ধর্মাবলম্বী এবং পর্যটকদের জন্যে খোলা হয়েছে। --ওয়াং হাইমান
|