চীনের রেলপথ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, ২৮ এপ্রিল চীনের শানতুং প্রদেশের রেলপথে যাত্রীবাহী ট্রনের দুর্ঘটনায় নিহতদের সংখ্যা ৭০জন হয়েছে । এ দুর্ঘটনায় আরও ৪১৬ জন আহত হয়েছে । আহতদের মধ্যে ৪জন ফরাসী পর্যটক রয়েছেন ।
দুর্ঘটনার পর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ উচ্চ পর্যায়ের গুরুত্ব দিয়েছে । চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এবং প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও পৃথক পৃথকভাবে এ সম্পর্কে নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট ত্রাণ কাজ পরিচালনা করার জন্যে উপ প্রধানমন্ত্রী চাং তে চিয়াংকে ঘটনাস্থলে পাঠিয়েছেন ।
চীনের উপ-প্রধানমন্ত্রী চাং তে চিয়াং বর্তমানে দুর্ঘটনার স্থানে পৌঁছে ত্রাণ কাজ শুরু করেছেন । রেলপথ মন্ত্রণালয় বলেছে, ২৯ এপ্রিল সকাল ৮টায় পুনরায় ট্রেনের চলাচল শুরু করার জন্য চেষ্টা করা হচ্ছে।
(ছাও ইয়ান হুয়া)
|