v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-28 19:47:47    
চীন অলিম্পিক গেমসের নিরাপত্তা রক্ষায়অবদান রাখার জন্য জনসাধারণের প্রতি আবেদন জানাছে

cri

    ২০০৮ সাল পেইচিং অলিম্পিক গেমসের উল্টো গণনার একশ' দিন প্রাক্কালে চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ পেইচিং ও ছিংতাওসহ বেশ কয়েকটি শহরে "অলিম্পিক গেমসের নিরাপত্তা দিবস" শীর্ষকপ্রচারকর্মকান্ড চালিয়েছে ।

    পুলিশের শক্তি সীমিত, জনসাধারণের শক্তি সীমাহীন । জনসাধারণ আমাদের দৃঢ় পৃষ্ঠপোষক। নিরাপত্তার ক্ষেত্রে গোপন কোনোবিপদ থাকলে যথাসময় পুলিশকে জানাবেন বলে আশা করি । ২৬ এপ্রিল চীনা গণ বিপ্লবী সামরিক যাদুঘরে অলিম্পিক গেমসের নিরাপত্তা সম্পর্কিত একটি প্রচারমূলক কর্মসূচীর আয়োজন করা হয় । অলিম্পিক গেমসের মশালবাহক হিসেবে পুলিশ ইয়াং সিউছি নাগরিকদেরকে " অলিম্পিক গেমসের নিরাপত্তা রক্ষায়প্রতিটি নাগরিকের দায়িত্ব" শিরোনামে অলিম্পিকের নিরাপত্তা রক্ষার তত্ত্ব ব্যাখা করছেন । এটা বিভিন্ন স্থানে আয়োজিত " অলিম্পিক গেমসের নিরাপত্তা রক্ষা দিবস" সম্পর্কিত প্রচার কর্মকান্ডের অন্যতম । বিগত কয়েক দিনে চীনের বহু শহরের নিরাপত্তা বিভাগ যানবাহন, নিরাপত্তা, যাতায়াত, আগুণ নেভানো এবং মাদকদ্রব্য নিষিদ্ধকরণ সহ পাঁচটি ক্ষেত্রে অলিম্পিক গেমসের নিরাপত্তা রক্ষা সম্পর্কিত প্রচার কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ।

    পেইচিং ২০০৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনকারী শহর । নাগরিকদের নিরাপত্তাবোধ ও আত্মরক্ষার চেতনা বাড়ানোর জন্য ২৬ এপ্রিল পেইচিংয়ের ১৮টি বিভাগ ও জেলায় চলচ্চিত্র প্রদর্শন , প্রচারপত্র বিলি , নিরাপত্তা রক্ষার সাজসরঞ্জাম প্রদর্শনসহ নানা কর্মকান্ড চালানো হয়েছে । এর মাধ্যমে নাগরিকদের মধ্যে নিরাপত্তা পরিচালনার নিয়ম ও তত্ত্বাবধানের জ্ঞান প্রচার করা হয় । শুধু ২৬ এপ্রিল এক দিনেই এক লাখ নাগরিক এই কর্মকান্ডে অংশ নিয়েছেন । বিমানবাহিনী ক্যাম্পাসের১নম্বর কমিউনিটির বুড়িমা চাও বলেছেন , চীনদেশে অলিম্পিক গেমস অনুষ্ঠান করা চীনা জনগণের কাছে একটি গৌরবের ব্যাপার । তিনি বলেন , অলিম্পিক গেমসের উল্টো গননার ১০০ দিনে আমাদের কমিউনিটিতে এক বিরাটাকারের অনুষ্ঠানের আয়োজন করা হয় । যাতে আরও সহজভাবে জনসাধারণের সেবা করা যায় । পেইচিংয়ের নাগরিক হিসেবে আমরা দেশের জন্য এবং অলিম্পিক গেমসের জন্য অবদান রাখব । অলিম্পিক গেমস অবশ্যই সুষ্ঠু ও সফল হবে ।

    পেইচিং নিরাপত্তা ব্যুরোর উপপ্রধান ইয়ু হোংইয়েন বলেছেন , গোটা সমাজের প্রচেষ্টার মাধ্যমে অলিম্পিক গেমসের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আমরা আশা করি । তিনি বলেন , অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে পরিচালানোর শর্তগুলোর মধ্যে নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ । অলিম্পিক গেমসের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে সকল নাগরিকদের যৌথ প্রচেষ্টার প্রয়োজন অনস্বীকার্য। সুতরাং জনসাধারণকে অলিম্পিক গেমসে নিজেদের অবদান রাখতে উত্সাহ দিতে হবে । অলিম্পিক গেমসের নিরাপদ ও সুষ্ঠুআয়োজন সকল নাগরিকের অন্যতম দায়িত্ব ।

   বিগত কয়েক দিনে থিয়েনচিন , সাংহাই , ছিংতাও , সেনইয়াং, ছিনহুয়াংতাও প্রভৃতি সহযোগী শহরেও " অলিম্পিক গেমসের নিরাপত্তা দিবস" শীর্ষক প্রচারমূলককর্মকান্ড চালানো হয়েছে ।

     ২০০১ সালে ২০০৮ সালের অলিম্পিক গেমসের আবেদন অনুমোদিত হওয়ার পর চীন সরকার অলিম্পিক গেমসের নিরাপত্তা নিশ্চিত করার কাজ শুরু করেছে এবং ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে পেইচিং অলিম্পিক গেমসের নিরাপত্তা সমন্বয় গ্রুপ গঠন করে । পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী লিউ সাংউ বলেছেন , পেইচিং অলিম্পিক গেমসের নিরাপত্তার কাজ সবার জন্য উন্মুক্ত। এতে জনসাধারণকে অংশ নেয়ার জন্যসরকার আবেদন জানিয়েছে । তিনি আরও বলেন , অলিম্পিক গেমসের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে যে প্রতীক ব্যবহার করা হয় তার বাহ্যিক আকার হল আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচলিত নিরাপত্তার ঢাল-এর অনুরূপ । ভিতরে চীনা ভাষার তিনটি মানুষ দিয়ে গঠিত জনসাধারণের প্রতীক । এথেকে প্রমাণিত হয় যে , পেইচিং অলিম্পিক গেমসের নিরাপত্তা নিশ্চিত করার কাজে জনসাধারণের অংশ ও সমর্থন দরকার । অলিম্পিক গেমসের সব স্টেডিয়ামে এই প্রতীক ব্যবহার করা হবে ।--চুং শাওলি