২৭ এপ্রিল ইরাকের মার্কিন বিরোধী সশস্ত্র জঙ্গীরা বালি ঝড়ের মধ্য দিয়ে বাগদাদের সবুজ এলাকার ওপর রকেট বোমা হামলা বাড়িয়েছে । তবে এখন পর্যন্ত কোনো গুরুতর ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায় নি ।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এদিন সবুজ এলাকার ওপর কমপক্ষে ১০টি রকেট বোমা হামলা চালানো হয়েছে । ইরাকে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা বলেন, কমপক্ষে ১৫টি রকেট বোমা সবুজ এলাকায় এসে পড়েছে ।
ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী নিয়মিত বিমান পর্যবেক্ষণের মাধ্যমে সবুজ এলাকার ওপর হামলা চালানো মার্কিন বিরোধী সশস্ত্র জঙ্গীদের ওপর নজরদারী চালায় । পরে হেলিকপ্টারের সাহায্যে হামলাকারীদের ওপর ক্ষেপণাস্ত্রেরআঘাত হানে । তবে ২৭ এপ্রিল বাগদাদে বড় ধরনের বালি ঝড় হয় । ফলে আবহাওয়ার কারণে হেলিকপ্টার চালানো সম্ভব হয় নি । মার্কিন বিরোধী সশস্ত্র জঙ্গীরা এ সুযোগে হামলা বাড়িয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|