v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-28 14:26:32    
কারজাই-এর ওপরে হামলা ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা

cri
    আফগানী প্রেসিডেণ্ট হামিদ কারজাই ২৭ এপ্রিল রাজধানী কাবুলে একটি সামরিক কুচকাওয়াচ অনুষ্ঠানে সশস্ত্র তালিবান হামলার শিকার হয়েছে। এই হামলায় কারজাই অক্ষত থাকলেও ৪ জনের নিহত হয়েছেন। এ দিন সকালে কাবুলে সাবেক সোভিয়েত ইউনিটয়নের আক্রমন প্রতিরোধের ১৬ বিজয়ী বার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত কারজাই ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের ওপরে তালিবানরা গুলি ছোঁড়েএবং রকেট নিক্ষেপ করেছে। এতে একজন আফগান পার্লামেণ্ট সদস্য ও একজন গোত্র নেতাসহ ৪জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। পরে তালিবানরা এ হামলার দায়িত্ব স্বীকার করে।

    কারজাই এরপর তার বক্তৃতায় আফগান জনগণের এই উপযাপনী অনুষ্ঠানে তালিবান হামলার তীব্র নিন্দা করেন। তিনি আরও বলেন আফগানী নিরাপত্তা বাহিনী কয়েকজন সন্দেহভাজনকে গ্রফতার করেছে।

    জাতিসংঘ মহাসচিব বান কি মুন একই দিন এ হামলার তীব্র নিন্দা করেন। তিনি আবারও ঘোষণা করে বলেছেন, আফগান জনগণ আইনসঙ্গত সরকারী নেতৃত্বে পুনর্গঠন কাজ ত্বরান্বিত করতে জাতিসংঘ অব্যাহতভাবে সাহায্য দিয়ে যাবে। ন্যাটোর মহাসচিব জাপ দ্য হুপ স্কিফারও একই দিন একটি বিবৃতিতে এই হামলার নিন্দা করেন এবং আফগানের নিরাপত্তা ও গণতান্ত্রিক গঠনে আফগানী সরকার ও জনগণকে অব্যাহতভাবে সাহায্য করায় কথা ঘোষণা করেন।   

    (ওয়াং তান হোং)