|
 |
(GMT+08:00)
2008-04-28 14:24:56
|
আফগান নেতাদের ওপরে তালিবান হামলার তীব্র নিন্দায় ন্যাটো
cri
ন্যাটোর মহাসচিব জাপ দ্য হুপ স্কিফার ২৭ এপ্রিল এক বিবৃতিতে ঐ দিন আফগানস্তানের রাজধানী কাবুলে সংঘটিত আফগান নেতাদের ওপরে হামলার তীব্র নিন্দা করেছেন। বিবৃতিতে তিনি বলেন, এ হামলা থেকে আবারও প্রমাণিত হয়েছে যে, আফগানিস্তানের মুক্তি ও গনতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করার জন্য তালিবানরা চরম সহিংস তত্পরতা চালাচ্ছে। আফগান সরকার ও জনগণের নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষার জন্য ন্যাটো অব্যাহতভাবে সাহায্য করতে থাকবে। প্রেসিডেণ্ট হামিদ কারজাই নিরাপদ থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। নিহতদের শোকার্ত আতীয়স্বজন ও আহতদের প্রতি তিনি সমাবেদনা জানিয়েছেন।
(ওয়াং তান হোং)
|
|
|