v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-28 12:00:40    
পেইচিং-এ বায়ুর মান অলিম্পিক গেমসের দাবি পূরণ করতে পারবে

cri
 পেইচিংয়ের বায়ুর গুণগত মানের ওপর এখন সবার দৃষ্টি। সম্প্রতি আমাদের বেতারের সংবাদদাতা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের নামকরা ব্যক্তিদের সাক্ষাত্কার নিয়েছেন। তারা সবাই মনে করেন, সাধারণতভাবে পেইচিংয়ের বায়ুর গুণগত মান ভাল এবং অলিম্পিক গেমসের জন্য মানসম্মত।

    এপ্রিল মাসের পর বাস্কেটবল, অসিচালনা, ওয়াকেথন ও ম্যারাথনসহ "গুড লাক পেইচিং"-এর ধারাবাহিক ইভেন্টগুলো পেইচিংয়ে আয়োজন করা হচ্ছে। প্রশিক্ষণের ফলাফল প্রদর্শন এবং স্টেডিয়ামের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য অনেক খেলোয়াড় এসব ক্রীড়া ইভেন্টে অংশ নিচ্ছেন।

    সবাই জানেন যে, সড়কের সাইক্লিং, ওয়াকেথন এবং ম্যারাথনসহ ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দেরকে প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় দীর্ঘ সময় ধরে বাইরের প্রাকৃতিক পরিবেশে থাকতে হবে। তাই বায়ুর মানসহ বিভিন্ন উপাদান তাদের দক্ষতা ও ফলাফলে প্রভাব ফেলতে পারে। খেলোয়াড়রা মনে করেন, পেইচিংয়ের বায়ুর গুণগত মান ভাল এবং তাদের প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলবে না।

    ২০০১ সালে অলিম্পিক গেমসের আবেদনের রিপোর্টে পেইচিং অলিম্পিক গেমসের সময় বায়ুর গুণগত মান নিশ্চিত করার বিষয়ে পেইচিং আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে রয়েছে, পেইচিংয়ের পরিবেশের গুণগত মানের সার্বিক উন্নয়ন, প্রতিদিন সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ও নিঃশ্বাসের সঙ্গে ভেতরে যেতে পারে এমন পাটিকেলস পর্যবেক্ষণ করা এবং অলিম্পিক গেমসের সময় এ চারটি দূষণের জাতীয় মানদন্ড ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদন্ডের নাগাল পাওয়া, যাতে পেইচিং অলিম্পিক গেমসের সময় বায়ুর গুণগত মান নিশ্চিত করা যায়।

    বায়ুমন্ডলের দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে একটানা নয় বছর ধরে পেইচিং পরিবেশের গুণগত মানের উন্নতি করছে। চলতি বছরের প্রথম দু'মাসে বায়ুর মান ২০০০ সালের পর সবচেয়ে দীর্ঘ সময় ধরে মানসম্মত থাকার রেকর্ড সৃষ্টি করেছে। চলতি বছরের মার্চ মাসে স্পেনের ভ্যালেনসিয়ায় অনুষ্ঠিত ২০০৮ সালের বিশ্ব ইনডোর দৌড় ও জাম্পিং চ্যাম্পিয়ণশীপের সময় নারীদের পাঁচ হাজার মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডের অধিকারী ইথিওপিয়ার দূরপাল্লার দৌড়ের নামকরা খেলোয়াড় মেসেরেত দেফার সংবাদদাতাকে দেয়া এক সাক্ষত্কারে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তিনি বহুবার পেইচিংয়ে এসেছেন। তিনি বরাবরই পেইচিংয়ের বায়ুর গণগত মানের ওপর নিবিড় দৃষ্টি রেখেছেন। তিনি পেইচিং-এ বায়ুর মানের উন্নতি হয়েছে সেটা নিজের অনুভূতি দিয়েই বোঝেন। তিনি আনন্দের সঙ্গে বলেন,

    পেইচিংয়ের বায়ু ভালো। এতে আমি আনন্দিত। আমি পেইচিং অলিম্পিক গেমসে ভালো ফলাফল অর্জনের আকাংক্ষায় রয়েছি।

    বায়ুর গুণগত মান বিষয়ক আন্তর্জাতিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংস্থা ইতোমধ্যই চলতি বছরের আগষ্ট মাসে পেইচিং-এর বায়ুর সম্ভাব্য মান পর্যালোচনা করেছে। ফলাফল থেকে দেখা গেছে, পেইচিং-এ বায়ুর মান ভাল এবং খেলোয়াড়দের ওপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে না। কিছু খেলোয়াড়ের পেইচিং অলিম্পিক গেমসের সময় বায়ুর গুণগত মান নিয়ে উদ্বেগ প্রসঙ্গে পুরুষদের হার্ডল রেইস ইভেন্টে যুক্তরাষ্ট্রের বিখ্যাত খেলোয়াড় অ্যালেন জনসন বলেন, এ ধরণের সংশয়ের কোন কারণ নেই। পেইচিং-এ বায়ুর গুণগত মান পুরোপুরিভাবে অলিম্পিক প্রতিযোগিতার দাবি পূরণ করতে পারবে। অ্যালেনজনসন বহুবার চীন সফর করেছেন এবং চীনে প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন। তিনি বলেন,

    হ্যাঁ, পেইচিং-এ বায়ুর মান নিয়ে আমার কোন সংশয় নেই। আমাদের মনোযোগ দিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়ার প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

    অনেক খেলোয়াড়ের মতো অনেক আন্তর্জাতিক ক্রীড়া কর্মকর্তাও পেইচিং-এ বায়ুর গুণগত মান নিয়ে আস্থশীল। যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটির সহকারী ব্যবস্থা পরিচালক ও চিফ অব স্পোর্ট পারফরমেন্স স্টিভেন রোশ মার্কিন ক্রীড়া প্রতিনিধি দলের জন্য পেইচিং অলিম্পিক গেমসে অংশ নেয়ার প্রস্তুতি কাজের দায়িত্ব নিয়েছেন। ২০০৬ সাল থেকে প্রতি বছর তিনি পেইচিং-এ প্রায় তিন মাস থাকেন। তাই পেইচিং-এ বায়ুর গুণগত মান প্রসঙ্গে তাঁর নিজের অনুভূতি হলো পেইচিং-এ বায়ুর মান অলিম্পিক গেমসের আয়োজনে কোনো বাধা সৃষ্টি করবে না। তিনি বলেন,

    আমি বিশ্বাস করি, পেইচিংয়ের বায়ু বিশুদ্ধ থাকবে। সুতরাং খেলোয়াড়ের বায়ু দূষণ নিয়ে দুঃশ্চিন্তার কোনো কারণ নেই। তাদের বিশেষভাবে দৃষ্টি রাখার বিষয় হলো: কিভাবে তারা দ্রুত অলিম্পিক গেমসের সময় পেইচিং-এর তাপমাত্রা ও আর্দ্রতার সঙ্গে খাপ খাওয়াতে পারবেন।

    মার্চ মাসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চিকিত্সা কমিটিও পেইচিং-এ বায়ুর গুণগত মান সম্পর্কিত কিছু বিশ্লেষণ ও পর্যালোচনার ফলাফল প্রকাশ করেছে। এই কমিটি মনে করে, আগষ্ট মাসে পেইচিং-এ বায়ুর মান খেলোয়াড়দের স্বাস্থ্যের কোন ক্ষতি করবে না।

    আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাকস রগে বলেন,

 

    গত ছয় থেকে আট বছরের মধ্য চীনের শিল্পের উন্নয়ন খুব দ্রুত বলে কিছু বায়ু দূষণ সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু চীন সরকার সমস্যা সমাধানের জন্য অনেক কার্যকর ব্যবস্থা নিয়েছে। আমরা তার প্রশংসা করি।

    আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কর্মকর্তারা বিশ্বাস করেন, পেইচিং অলিম্পিক কমিটি ও পেইচিং সরকারের নেওয়া পদক্ষেপ এবং পরিকল্পনায় পেইচিং-এ বায়ুর গুণগত মান আরো ভালো হবে। (লিলি)