২৭ এপ্রিল পেইচিংয়ে সফররত ফ্রান্সের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জিন ডেভিড লেভিট চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সংগে সাক্ষাত করেছেন ।
সাক্ষাত্কালে সি চিন পিং বলেন , চীন-ফরাসী সার্বিক , কৌশলগত ও অংশীদারী সম্পর্ক উন্নয়ন ও জোরদার করা যেমন দুই দেশের মৌলিক স্বার্থের সংগে সংগতিপূর্ণ , তেমনি বিশ্বের শান্তি , স্থিতিশীলতা ও উন্নয়নের পক্ষেও কল্যাণকর । চীন আশা করে যে , ফ্রান্স বর্তমানে চীন-ফরাসী সম্পর্কের সম্মুখীন সমস্যগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেবে এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বাস্তব উদ্যোগের সাথে চীনের সংগে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে দু দেশের সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল বিকাশ নিশ্চিত করবে ।
লেভিট বলেন , ফরাসী সরকার ও প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ফরাসী-চীন সার্বিক , কৌশলগত ও অংশীদারী সম্পর্ক উন্নয়ন ও জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দেখেন এবং এর জন্যে সাধ্যমত চেষ্টা করতে ইচ্ছুক । ফ্রান্স দ্ব্যর্থহীনভাবে এক চীন নীতিতে অবিচল রয়েছে এবং তিব্বত ও তাইওয়ান চীনের ভূখন্ডের অবিচ্ছেদ্য অংশ বলে স্বীকার করে । ফ্রান্স পেইচিং অলিম্পিক গেমসের সাফল্য কামনা করে ।
একই দিন লেভিট চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের মহাপরিচালক ওয়াং চিয়া রুইয়ের সংগেও সাক্ষাত করেছেন এবং উভয় পক্ষ দু দেশের সম্পর্ক নিয়ে খোলামেলা পরিবেশে মত বিনিময় করেছে ।
|